৫০ লক্ষ টাকার বিনময়ে পরাগকে উদ্ধার করা সম্ভব হয়েছে । এই ব্যাপারে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি ব্যর্থ বলবো না। কারন আইনশৃঙ্খলা বাহিনীর চাপে ৫০ লক্ষ টাকার বিনিময়ে পরাগকে অপহরনকারীরা পরাগকে জীবিত মুক্তি দিতে বাধ্য হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, ঘটনার মূল কারন মুক্তিপন আদায় নাকি অন্যকোন কারন ছিল? আইনশৃঙ্খলা বাহিনীর চাপে মূল কারন আড়াল করে মুক্তিপনের নাটক মঞ্চস্থ করা হয়েছে ? আরেকটি প্রশ্ন পরাগ এর বাবার কি অপরাধ ? দিনেদুপুরে গুলি করে সন্তানকে অপহরন করা হলো তারপর রাষ্ট্রীয় মধ্যস্থতায় ৫০ লক্ষ টাকার বিনিময়ে সন্তানকে ফিরে পেয়েছে। রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হলে মুক্তিপনের টাকা রাষ্ট্রের বহন করা উচিত নয় কি ? রাষ্ট্র যদি দায় নিতে ব্যর্থ হয় তাহলে পরাগ এর বাবার মতো অনেকরই সেকেন্ড হোম খুঁজতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।