দীর্ঘ বারো বছর পর আবার কক্সবাজারের সমুদ্র সৈকতে এলাম। ১৯৯৯ সালে একবার আর ২০০০ সালে দ্বিতীয়বার কক্সবাজারে এসেছিলাম। এবার এলাম ২০১২ সালে। যদিও এবার চাকুরির তাগিদে আসতে হলো। শুক্রবার বিরোধীদলীয় নেতার সঙ্গে চট্টগ্রাম।
রাতে চট্টগ্রাম হোটেল এশিয়ান এস আর এ ছিলাম।
শনিবার সকালে রামুর উদ্দেশে রওয়ানা। বিকালে রামুর খিজারী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা হলো। বিকালে কক্সবাজার হোটেল দি কক্স টুডে তে রাত্রী যাপন করলাম। সকালে সি-বিচে ঘুরলাম।
এগারোটায় উখিয়ার উদ্দেশে রওয়ানা। দুপুরে উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন খালেদা জিয়া। নিউজ পাঠিয়ে রাত আটটার দিকে হোটেলে ফিরে এলাম। আমাদের সঙ্গী অনেক সাংবাদিক রাতেই ঢাকার পথে রওয়ানা করেছেন। আমি আর মনির ভাই হোটেলে থেকে গেলাম।
কাল সারাদিন কক্সবাজার থাকবো। রাত দশটায় এসকানিয়ায় ঢাকার উদ্দেশে রওয়ানা করবো। মঙ্গলবার সকালে আল্লাহ বাঁচালে ঢাকা পৌছাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।