প্রদীপ হালদার,জাতিস্মর। তোমার মৃত্যুতে
ব্যথিত হৃদয়ে।
বসে আছি ক্রন্দনে
জল ভরা দু নয়নে।
যখন ছিলে
তখন আনন্দে।
দিন কাটিয়ে
থেকেছি দুজনে।
হঠাৎ মৃত্যু এসে
ছিনিয়ে নিলো তোমাকে।
আর আমি আছি বেঁচে
তোমার ভাবনার মধ্যে।
আমার ইচ্ছে করে
তোমার কাছে যেতে।
মৃত্যুর পরে
তুমি কোথায় গেলে।
জানতে ভীষণ ইচ্ছে করে
তাইতো প্রশ্ন করি নিজেকে।
মৃত্যুর পরে
যদি তুমি দেখা দিতে।
তোমার দেখা পেয়ে
দিন কাটাতাম খুশি হয়ে।
মৃত্যুর পরে
ভূত পেত্নী হলে।
দেখা দেবার ইচ্ছে হলে
আসতে পারো আমার কাছে।
কথা বলার ইচ্ছে হলে
বলতে পারো আমার সাথে।
তবু বলছি তোমাকে
ভয় পাবো না তোমায় দেখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।