আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ব্লগিয় নাস্তিকদের জন্য আমার দুঃখ হয় ,

হে পোলাপাইন, তুমি এখন মানুস হইলা না। owo owo owo owo owo owo তুমি এখন মানুস হইলা না বাংলাদেশে তারা এত ফাইট করেন, এত ব্লগ লিখেন , এত্ত এত্ত হিট তাদের ঝুলিতে কিন্তু তাদের নামে কোন দিবস নাই, তাদের নামে কোন সরণী নাই, তাদের নিয়া মিডিয়াতে মাতামাতিও নাই। আর ওই দিকে মালালা একখান গুলি খাইয়া দিবস তো পাইয়া গেছে আর নোবেল পাইয়া গেল বলে। বাংলার নাস্তিকদের জন্য আমার সমেবদনা রইল। বঙ্গে জন্মি ছিলেন বলেই তাদের মেধার এত্ত বড় অপচয়।

ড. মুহাম্মদ শহিদুল্লা ঠিকই বলেছেন “ যে দেশে জ্ঞানীর কদর নাই সে দেশে জ্ঞানী জন্মায় না” আমার মনে হয় বাঙলা তাদের মত এত জ্ঞানী নাস্তিক জন্মানোই না আবার বন্ধ করে দেয়। কি লাভ এত জ্ঞান দিয়া? যদি একটা দিবসই না পায় , একটা নোবেলই না পায়। আর খালি একটাই আফসুসু। তারা যদি এই বঙ্গে না জন্মাই ফাকিতে জন্মাইতেন তাইলে নিশ্চিত ভাবেই এতদিন একটা বুলতে খাইতেন। আর নোবেলের সাথে তারা কয়েকটা দিবসও তারা যে ফ্রি পাইয়া যাইতেন সেই বিষয়ে কোন সন্দেহ নাই।

এই বঙ্গে জন্মাই না পাইলেন তারা কোন দিবস্, না পাইলেন কোন নোবেল। এখন খালি একটা গানের কলিই আমি গাইতে পারি “ কারে দেখাব মনের দুঃখ গোঁ এই মাথা চিরিয়া, অন্তরে তে নোবেল না পাওয়ার দুঃখ মরে রইয়া রইয়া” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.