প্রগতিশীল চিন্তা-চেতনায় বিশ্বাস। ফেনী শহরের বিভিন্ন রাস্তার পাশের ফুটপাতে টাইলস দিয়ে সুন্দর ভাবে তৈরী করা হয়েছিল । তা দেখে মনে মনে আনন্দিত হয়েছিলাম এ ভেবে যে ফুটপাত দিয়ে ভালভাবে হাঁটতে পারবো। অনেক অর্থের বিনিময়ে সুন্দর ভাবে নির্মিত ফুটপাথ এখন হকার ও বিভিন্ন ব্যবসায়ীদের দখলে । বিভিন্ন রেস্টুরেন্টের চুলা ফুটপাতে বসিয়ে তারা নাস্তা তৈরী করছে। উপত্ত চুলার পাশ দিয়ে মানুষ ঝুকি নিয়ে যাতায়াত করছে। স্কুল কলেজের ছাত্রী ও মহিলারা সবচেয়ে বেশি দূভোগ পোহাতে হচ্ছে । এ অব্যবস্থাপনা দেখার কি কেউ নেই। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।