আমাদের কথা খুঁজে নিন

   

হিনা রাব্বানির প্রতি খোলা চিঠি

হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ পাকিস্থানের সুন্দরী পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি আমাদেরকে অতীত পেছনে রাখার আহ্বান জানিয়েছেন… গড়ে প্রতিদিন মানুষ হত্যার দিক থেকে মানব ইতিহাসের সবচেয়ে নিশংস হত্যাকান্ড ঘটেছিল ১৯৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে । অর্থাৎ, পৃথিবীর ইতিহাসে অল্প সময়ে সবচেয়ে বেশী মানুষকে হত্যার ঘটনাটি ঘটেছিল সেসময় । এই ঘটনা আমরা কিভাবে ভুলি হিনা রাব্বানী ? আমরা বরং আপনাকে মনে করিয়ে দিতে চাই, ঐ নৃশংস হত্যাকান্ডের পর চল্লিশ বছরেরও বেশী সময় কেটে গেলো, আপনারা একটিবারের জন্যও আমাদের কাছে ক্ষমা চান নাই । বরং, আপনার দেশের গণ্যমান্য ব্যক্তিরা মাঝে মাঝেই বলে থাকেন - একাত্তুরের ঘটনার জন্য তারা অনুতপ্ত নন । একাত্তুরে তারা অপরাধ করেন নি । একাত্তুরে আপনাদের কাছে পারমানবিক বোমা থাকলে আপনারা নাকি হারতেন না । হিনা রাব্বানী, তবুও অতীত ভুলে যাব? আপনার দেশে এত সরকার আসলো গেলো, কত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর উত্থান-পতন হল, কত পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তন হল ... কেউ সামান্য সময়ের জন্যও অনুতপ্ত হল না, কেউ একটিবারের জন্যও ক্ষমা চাইল না- আপনার দেশের সেনা বাহিনী ঠাণ্ডা মাথায় আমাদেরকে খুন করেছে, নিষ্ঠুরতমভাবে অত্যাচার করেছে, চোখ তুলে নিয়েছে, জীবিত মানুষের পেট চিঁড়ে ফেলেছে, সেনাবাহিনীর মিটিং-এ সিদ্ধান্ত নিয়ে আমার মা-বোনদের রেপ করা হয়েছে, কোন দিন যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি সে জন্য হেরে যাবার মাত্র দু'দিন আগে পরিকল্পনা করে কাগজে লিস্ট করে করে আমাদের সূর্য সন্তানদের হত্যা করেছে ... ক্ষমা না চেয়ে অতীত ভুলে যাবার আহ্বান জানিয়ে হিনা, ঐ সব কুকুর আর হায়েনাদের চেয়েও বড় অপরাধ আপনি করলেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.