আমাদের কথা খুঁজে নিন

   

হিনা রাব্বানীঃ হেলেন অব পাকিস্তান

হিন্দু পুরানে প্রেমের দেবতা মদন আর গ্রীক পুরানে কিউপিড। মদন শিবের ক্রোধে পুড়ে ছাই হযে যায় আর সেই ছাই সারা পৃথিবীতে ছড়িযে পড়ে, এভাবে প্রেম পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সেই প্রেম আজও পৃথিবীতে কত ঘর ভাঙ্গছে কত ঘর পুড়ছে আবার কত জীবন সুন্দর করেছে। ট্রয় নগরী ধ্বংসের ইতিহাস সবার জানা। ইতিহাসের বিখ্যাত নারী হেলেন, যার জন্য ট্রয় নগরী পুড়ে ছারখার হয়েছিল।

নারী জন্য আরকত রাজ্য দখল হয়েছে তা ইতিহাসবিদরা ভাল করে জানেন। কতযুদ্ধ শুধু নারীর কারনে হয়েছে তাও জানেন। বলা হয়ে থাকে, নারী দেবতাদের ধ্যান পর্যন্ত ভেয়ে দিয়েছিল। স্টিফেন হকিংস তার বিগ ব্যাংগ থিউরিতে বলেছেন- পৃথিবী মহা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে তেমনি মহাবিস্ফোরনের মাধ্যমে ধ্বংস হবে। কিন্তু আপাতত যা মনে হচ্ছে, তা হল নারীর কারণে এ পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা।

পারমানবিক শক্তির বর্তমান পৃথিবী ধ্বংস হতে হয়তো কয়েক মিনিট সময় লাগবে। বৃটেনের রাজা অষ্টম এডওয়ার্ড সোনায় মোড়ানো সিংহাসন আর জৌলুসপূর্ণ জীবন লেডি সিম্পসনকে ভালবেসে ত্যাগ করেছিলেন। প্রেমের ইতিহাসে এরকম আরো অনেক যোগ্য উদাহরণ আছে। পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিনা রাববানী তার ছেয়ে ১১ বছরের ছোট প্রেমিক বিলওয়ালাকে পরকীয়ায় মগ্ন। প্রেমের একটা মিথ প্রচলিত আছে- প্রেম ধনী, গরীব, রাজা, প্রজা কিছুই বোঝে না।

কিন্তু পরকীয়া প্রেমের ক্ষেত্রে এগুলো কিছুতেই গ্রহণযোগ্য নয়। তারপর যিনি কিনা রাষ্ট্রের এত বড় একটা দায়িত্বে আছেন তিনি কিনা ভালবাসায় মগ্ন। ভালবাসার অধিকার সবার আছে। তবে ভালবাসা মানুষের মৌলিক চাহিদা গুলোর একটি নয়্। সুদর্শন পুরুষের চেয়ে সুদর্শন নারী বিপদজনক।

আর যাই হোক পুরুষের কাছে সুন্দরী বিপজ্জনক। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী (স্ত্রী বেনজির ভূট্টো মারা যাবার পর) প্রথমে বলেছেন যে, প্রেসিডে্ন্ট হওয়ার ইচছা তার নেই, কিন্তু তিনি পরবতীতে প্রেসিডেন্ট হলেন। তিনি হয়তো মনে এই খায়েস করে সুন্দরী হিনা রাব্বানীকে মন্ত্রী বানিয়ে ছিলেন যে, তার নিঃসঙ্গ জীবনের অবসান হবে। কিন্তু সে যে তার সুদর্শন পুত্রের নজরে পড়ে যাবে এই হিসাব জানা ছিল না।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.