অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মতে, আগামী ২০১৩-১৪ অর্থবছরে দেশে জিনিসপত্রের দাম (মূল্যস্ফীতি) মাত্র ৭ শতাংশ হারে বাড়তে পারে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করার সময় মূল্যস্ফীতির বিষয়ে তিনি এ বক্তব্য দেন।
এক বছর আগে আবদুল মুহিত চলতি বছর, অর্থাত্ ২০১২-১৩ অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেন, এতে তিনি এ বছর মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ হতে পারে বলেছিলেন। আজ নতুন বছরের বাজেট বক্তৃতায় চলতি বছরে মূল্যস্ফীতির প্রাক্কলন উল্লেখ না করে এপ্রিল পর্যন্ত পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৭ দশমিক ৯ শতাংশ মূল্যস্ফীতি রয়েছে বলে সংসদকে জানান ।
নতুন বছরের মূল্যস্ফীতি নির্ধারণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘পূর্বাভাস অনুসারে আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্যের বর্তমান স্থিতিশীল পরিস্থিতি ২০১৪ সাল পর্যন্ত বজায় থাকবে।
এছাড়া সার ও খাদ্য মূল্যও কিছুটা হ্রাস পাবে। দেশে কৃষিপণ্যের সন্তোষজনক উত্পাদন ও আন্তর্জাতিক বাজারে খাদ্যমূল্যের নিম্নমুখি প্রবণতার প্রভাবে খাদ্য মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছি। ’
মুহিত বলেন, ‘অন্যদিকে সংযত মুদ্রানীতি অনুসরণ এবং রাজস্ব খাত সুসংহতকরণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ’
এছাড়া বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি টাকার বিনিময় হারের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখবে। ফলে সার্বিকভাবে মূল্যস্ফীতি সহনীয় থাকবে বলে মত দেন মন্ত্রী।
এর পরিপ্রেক্ষিতে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ শতাংশে এবং মধ্যমেয়াদে তা ৫ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে মতামত দেন অর্থমন্ত্রী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।