আমাদের কথা খুঁজে নিন

   

বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী (৭.২% প্রবৃদ্ধির আশা)

www.facebook.com/mahamudul.hasan.9619 ভ্রমন করা, লেখালেখি করা, বিজ্ঞান ওয়েবসাইট দেখা, অনেক বই ও ম্যাগাজিন পড়ি এবং ওয়েবসাইট প্রোগ্রামিং করতে খুব পছন্দ করি। স্বাধীনতার পর ১৯৭২-৭৩ সালে প্রথম বাজেটের আকার ছিল আটশ কোটি টাকা। চার দশক পর এখন তা প্রায় সোয়া দুই লাখ কোটি টাকা, যা প্রায় তিনশ’ গুণ বেশি। অর্থমন্ত্রী আগামী ২০১৩-১৪ অর্থবছরের জন্য ব্যয় প্রস্তাব করেছেন দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার। রাজস্ব আদায়ের পরিকল্পনা রয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকার।

এর ফলে বাজেটে ঘাটতি দাঁড়াচ্ছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা। অর্থাৎ মোট দেশজ উত্পাদনের তুলনায় ঘাটতি ধরা হয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। তবে অনুদান বাদ দিলে ঘাটতি গিয়ে পৌঁছাবে ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা, শতকরা হিসাবে যা ৪ শতাংশ। প্রস্তাবিত বাজেটে ছয় হাজার ৬৭০ কোটি টাকার অনুদান পাওয়া যাবে বলে ধরে নেওয়া হয়েছে। বেলা তিনটা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গে অর্থমন্ত্রী অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় বিরোধী দল বিএনপি উপস্থিত ছিল না। অর্থমন্ত্রীর বিরাট ব্যয়ের বাজেটের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। আর বাকি এক লাখ ৫৬ হাজার ৬২১ কোটি টাকার অনুন্নয়ন-ব্যয় নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শতকরা হিসাবে এডিপি হচ্ছে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ৫ দশমিক ৫ শতাংশ। আর অনুন্নয়ন-ব্যয় জিডিপির ১৩ দশমিক ২ শতাংশ।

*বার্ষিক আয় দুই লাখ ২০ হাজার টাকার কম, তাদের আয়কর দিতে হবে না। *ব্যক্তিগত ব্যবহারের পুরানো গাড়ির দাম কমছে। অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, গাড়ি যত বেশি পুরানো হবে, দাম তত কম হবে। বাজেট বক্তৃতা বিস্তারিত জানতে ক্লিক করুন এক নজরে বাজেট দেখতে ক্লিক করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.