আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যমান ক্যাডার সার্ভিস বিলুপ্তির পক্ষে মুহিত

সরকারের ২৮টি ক্যাডার সার্ভিস বিলুপ্তির পক্ষে মত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশন বিভাগের দারিদ্র বিশ্লেষণ ও পরিবীক্ষণ অণুবিভাগ আয়োজিত “ষষ্ঠ-পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-১৫) বাস্তবায়ন-পরিবীক্ষণ ও মূল্যায়ন’ সম্পকির্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কথা বলেন । তিনি জানান, ২৮টি ক্যাডার না রেখে এদের ৩-৪টি গ্রুপে ভাগ করা হবে। কারণ এসব একাধিক ক্যাডার সরকারের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। সচিবালয় কেন্দ্রিক কর্মকর্তাদের ক্যাডার সার্ভিসের বাইরে রাখা হবে। বিদ্যমান ক্যাডার সার্ভিস বাতিল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন। এক মাসের মধ্যে আমরা এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.