আমাদের কথা খুঁজে নিন

   

"মজলুম জনতার চোখের মণি, বিশ্বখ্যাত আলেমে-দ্বীন, ভাষা সৈনিক, ইসলামের একনিষ্ঠ সেবক ও জুলুমের প্রতিবাদী আর জালেমের দুশমন - জননেতা অধ্যাপক গোলাম আযম-কে জন্মদিনের শুভেচ্ছা!"

আর জন্মে "এ টীম" হইতে চাই... কথায় আর কাজে... আমি এমনই বাজে!!! গতকাল ছিলো ৭ই নভেম্বর! ১৯২২ সালের এমন একদিনে, পাক-ভারত উপমহাদেশের দিশাহীন জনতাকে সত্য ন্যায় ও ইসলামের সূর্য-কিরণে আলোকিত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন একজন সৎ সাচ্চা ও দ্বীনদার আলেম; মাতা-পিতা তার নাম রাখেন গোলাম আযম অর্থাৎ আযমের গোলাম। ইসলামের একনিষ্ঠ সেবক এই মহান ব্যাক্তিটির সম্পর্কে শুধুমাত্র এই একটি ব্লগ লিখেই তার কৃত অসামান্য কীর্তিকে বর্ণণা করা যাবেনা। শুধু এতটুকুই বলা যায়, সূর্যের তেজ নিশ্বেস হয়ে যাবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে তবে মুহতারিম গোলাম আযমের অমর কীর্তি বিনাশ হবে না। না। না।

। না। । । অথচ এই জালেম সরকার এমন একজন ব্যক্তিকে জেলের করাদের সীমানায় বন্দী করে রেখে আমাদের মতো শত-সহস্র নওজোয়ান ভাইদেরকে তার অসামান্য মমতা লাভের হাত থেকে বঞ্চিত করছেন।

এই জুলুম মহান আল্লাও সইবেন না! পতন এই সরকারের হবেই হবে একদিন। আল্লা আপনি মজলুমের সহায় হোন। মুহতারিম আজ আমাদের সন্নিকটে নেই, তাই আজ এই দিনে, কেবল লিখেই বলিঃ মজলুম জনতার চোখের মণি, বিশ্বখ্যাত আলেমে-দ্বীন, ভাষা সৈনিক, ইসলামের একনিষ্ঠ সেবক ও জুলুমের প্রতিবাদী আর জালেমের দুশমন - অধ্যাপক গোলাম আযম-কে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশুদ্ধ ও অকৃত্রিম শুভেচ্ছা! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.