ছোটবেলা থেকেই ক্রিকেট খেলি প্রায় সবার মত। তবে পড়ালেখার চাইতে ক্রিকেট টাই মনে হয় বেশি খেলতাম। আসলে ক্রিকেট এর প্রতি যে টান অনুভব করতাম তা অন্য কিছু তে কখনই পাই নাই। সত্যি বলতে আসলে এখনো পাই না।
গত ছয় বছর যাবত আমেরিকা তে আছি ।
এখানে মোটামুটি ইয়ং বয়সেই আসছিলাম। আসার পরে শুরুতেই হাই স্কুল এ ভর্তি হই টেনথ গ্রেড এ। হাই স্কুল টা মোটামুটি ভালো GPA নিয়েই শেষ করি। কিন্তু তারপরে আর পড়ালেখায় কোনো আগ্রহ খুঁজে পাই নাই। তারপরেও পড়ালেখা একেবারে বন্ধ করি নাই কিন্তু আগ্রহ টা একেবারেই ছিল না।
এরকম করে প্রায় ৩ বছর পার করে দিলাম কিন্তু এখনো পড়ালেখায় কোনো উন্নতি করতে পারি নাই।
যার একমাত্র কারণ ক্রিকেট। শুনতে পাগলের প্রলাপ মনে হতে পারে কিন্তু আসলেই এখনো ক্রিকেট খেলা ছাড়া অন্য কিছু করার চিন্তাও করতে পারি না। ক্রিকেট খেলাতেই আমি একমাত্র আনন্দ পাই। আমার ধারণা আমি একমাত্র ক্রিকেট টাই খেলতে পারি অন্য কিছু না।
আমার ক্রিকেট খেলার শুরু পাড়ার গলিতে একদম ছোট বয়সে। তারপরে আস্তে আস্তে খেলার পরিধি বাড়তে থাকলো । দেশে হাই স্কুল এ থাকতে স্কুল ক্রিকেট খেললাম স্ট্যান্ডার্ড চার্টার্ড অনুর্ধ - ১৬ টুর্নামেন্ট এ। এরপরে ২০০৬ সালে আমেরিকা তে মুভ করার পরে প্রথম ৩ বছর আর খেলি নাই সময়ের অভাবে। এরপরে লোকাল একটা ক্লাব এ জয়েন করি।
আবার খেলা শুরু করি। সবাই খুব প্রশংসা করে আর আমি আরো কনফিডেন্ট হই আমার খেলা নিয়ে।
কিন্তু সময়ের অভাবে শুধু উইকেন্ড এই খেলতে পারতাম আর টুকটাক প্রাকটিস করতাম। একটা সময় বুঝলাম আমার দ্বারা পড়ালেখা করা সম্ভব না। সিদ্ধান্ত নিলাম ক্রিকেট টাই সিরিয়াসলি খেলার।
কিন্তু বাধ সাধলো আমার পরিবার। আর দশটা বাবা মার মত আমার বাবা মা ও চায় আমি পড়ালেখা করে কোনো ভালো একটা জব করি। তবে ওনারাও বুঝলেন যে আমার পড়ালেখায় কোনো আগ্রহ নাই। আমি ক্রিকেট টাই ক্যারিয়ার হিসেবে নিতে চাই। কিন্তু সমস্যা হলো আমেরিকা তে ক্রিকেট প্রফেসনালী খেলার কোনো সুযোগ নাই।
কারণ এখানে কোনো প্রফেসনাল লীগ নাই। আমেরিকার ন্যাশনাল টীম এর প্লেয়ার রা সবাই খেলার বাইরে কাজ করে। তাই আমি ভাবলাম যদি ক্রিকেট খেলে পেট চালাইতে হই তাইলে আমার আমেরিকার বাইরে কোথাও যাইতে হবে। পরে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম আমি আবার বাংলাদেশে ব্যাক করব। সেই অনুযায়ী আগামী মাসে ইনশাল্লাহ আমি বাংলাদেশে আবার চলে আসতেসি।
সবাই আমার জন্য একটু দোয়া করবেন।
*দুঃক্ষিত আমি আসলে গুছিয়ে লিখতে পারি না। পারলে লেখার মান মনে হয় ভালো হত।
সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।