আমাদের কথা খুঁজে নিন

   

ড্রাকুলা শ্রষ্টা ব্রাম স্টোকারের আজ ১৬৫তম জন্মদিন

বেশি কিছু চাই না, চাই শুধু মনের কথা বলতে ১৮৪৭ সালের আজকের দিনে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্ম ব্রাম স্টোকারের। পুরো নাম আব্রাহাম ব্রাম স্টোকার। [আব্রাহাম ব্রাম স্টোকার] প্রথম জীবনে থিয়েটারার ক্রীটিক ছিলেন স্টোকার। এরপর তিনি আইরিস সরকারের হয়েও কাজ করেন। ব্রাম স্টোকারের প্রথম গল্প"The Crystal Cup"১৮৭২সালে প্রকাশিত হয়।

এরপর একে একে "The Chain of Destiny",The Duties of Clerks of Petty Sessions in Ireland, প্রভৃতি প্রকাশিত হয়। ১৮৭৮ সালে তিনি Florence Balcombe কে বিয়ে করে তিনি লন্ডনে চলে আসেন। সেখানে বিখ্যাত অভিনেতা Henry Irving এর পারসোনাল সহকারী এবং তার Lyceum Theatreরের ব্যাবসায়িক ম্যানেজার হন এবং ২৭ বছর ধরে তিনি এই পদে বহাল ছিলেন। Lyceum Theatre রের ম্যানেজার থাকবার সময় তিনি উপন্যাস লিখতে শুরু করেন যার মধ্যে উল্লেক্ষযোগ্য হল Dracula(1897),The Snake's Pass (1890) । [ড্রাকুলার প্রথম প্রচ্ছদ] এই একই সময়ে তিনি London Daily Telegraph তে লেখালেখি করতেন।

এদের জন্য তিনি বিখ্যাত দুটি ভৌতিক উপন্যাস লেখেনThe Lady of the Shroud (1909) এবং The Lair of the White Worm (1911)। কিন্তু সারা বিশ্বের সাহিত্য প্রেমী মানুষ তাকে চেনেন ড্রাকুলা শ্রষ্টা হিসেবেই। ১৯১২ সালের ২০ শে এপ্রিল এই মহান উপ্যনাসিকের মৃত্যু হয়। [লেখকের ১৬৫তম জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ] তথ্যসূ্ত্রঃ- উইকিপিডিয়া ২০১২।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.