এইতো! কিছু তথাকথিত সুশীল ব্যক্তি বলে থাকেন যে, ডাক্তারগণ রোগিদের সঠিক চিকিৎসা দিচ্ছেন না। কথাটা আংশিক সত্য। আমাদের বিদেশী টেক্সট বইগুলোতে যেভাবে চিকিৎসা দিতে বলা হয়েছে সেটাই সঠিক চিকিৎসার মানদণ্ড। এবং আমরা সেটা পুরোপুরি দিতে পারি না। কিন্তু কেন???
যেমন ধরুণ, একটি জ্বরের রোগিকে আমি যদি সঠিক চিকিৎসা দিতে যাই তবে তার সঠিক রোগ নির্ণয়ের জন্য আগে লক্ষ টাকার পরীক্ষা এবং প্রতিনিয়ত ফলোআপ পরীক্ষা করতে হবে।
সঠিক পরিবেশে অপারেশন করাতে হলে একটি এপেন্ডিসাইটিস অপারেশন করাতেই প্রায় দুই লক্ষ টাকা খরচ হবে, একটি সিজার অপারেশন করাতেও তদ্রুপ খরচ হবে। এই সঠিক পদ্ধতির চিকিৎসা কী এ দেশের হত-দরিদ্র মানুষেরা বহন করতে পারবে? এটা কেউ ভেবে দেখেছেন কী? তাই আমাদেরকে সকল চিকিৎসার ‘সুলভ মূল্যের বাংলাদেশি ভার্সান’ বের করতে হয় আপামর জনগণের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচণা করে। এ ক্ষেত্রে কখনো কখনো কিছু অনিচ্ছাকৃত ভুল হতেই পারে।
ডাক্তারের অবহেলায় সে ভুল হলে তার জন্য বিএমডিসি আইন রয়েছে। এই পথে না গিয়ে ডাক্তার সুরমান আলির সাথে যে আচরণ করা হলো তা যদি ডাক্তারদের সঠিক পদ্ধতিতে চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে হয়, তবে মনে রেখো হে সুশীলবৃন্দ, তোমাদের একটি উপসর্গ কমাতে তোমরা তোমাদের সারা জীবনে জমানো ঘুষের টাকাগুলো নিয়ে আমাদের কাছে এসো সঠিক চিকিৎসা পাওয়ার জন্য।
আমরা কথা দিচ্ছি তোমাদের সঠিক চিকিৎসাই দেবো। আর তা না পারলে, দূরে গিয়ে সুশীলগিরি মারাও!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।