২০১৩-১৪ অর্থবছরের বাজেট বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। আজ বৃহস্পতিবার বিকেলে এফবিসিসিআইয়ের সভাকক্ষে বাজেট নিয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দিন এ কথা বলেন।
হেলাল উদ্দিন বলেন, ‘২০১৩-১৪ অর্থবছরের বাজেট বাস্তবায়নে বর্তমান সরকারের ছয় মাস ও পরবর্তী সরকারের ছয় মাস রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এ সময় রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে বাজেট বাস্তবায়ন দুরূহ হয়ে পড়বে।’
এ ছাড়া প্রস্তাবিত বাজেটে সরকারের প্রায় ২৬ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের অর্থনীতির যে আকার, সেখানে প্রায় ২৬ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিলে দেশীয় পুঁজিতে তেমন কোনো প্রভাব পড়ার কথা নয়। তবে এর চেয়ে বেশি নিলে আমরা ব্যবসায়ীরা চাপে পড়ব।’ এ ক্ষেত্রে ব্যাংকঋণের সুদের হার ২০ শতাংশ থেকে কমিয়ে আনার আহ্বান জানান তিনি। প্রাথমিকভাবে বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।