আমাদের কথা খুঁজে নিন

   

দেশে বসেই বাংলায় করুন আমেরিকার ইউনিভার্সিটির প্রফেসরের কোর্স - শিক্ষক.কম সাইটে শুরু হলো পরিসংখ্যান পরিচিতি কোর্স

জাদুনগরের কড়চা বাংলাদেশে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে পড়ানো কোর্সের সমতূল্য একটি কোর্সে অংশ নিতে চান ? শিক্ষক.কম সাইটে এবার শুরু হতে যাচ্ছে পরিসংখ্যানের উপরে একটি কোর্স । এটা পড়াবেন ইউনিভার্সিটি অফ উইস্কনসিন-গ্রিন বে এর প্রফেসর ডঃ এনায়েতুর রহীম। কোর্সটি সব রকমের ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তিনি সাজিয়েছেন, ফলে এটি থেকে যে কেউ শিখতে পারবেন পরিসংখ্যানের মৌলিক ধারণাগুলো। কোর্সটির ক্লাস শুরু হচ্ছে নভেম্বর ১৫ হতে। কোর্সের পরিচিতিমূলক ভিডিও এবং কোর্সের ঘোষণা পাবেন নিচের লিংকে। আর অবশ্যই নিবন্ধন করে নিবেন। উল্লেখ্য, এই কোর্সটি ডঃ এনায়েতুর রহীম তাঁর বিশ্ববিদ্যালয়েও পড়িয়ে থাকেন, কাজেই শিক্ষক.কম এর মাধ্যমে আপনারা পেতে যাচ্ছেন ইউনিভার্সিটি পর্যায়ের উন্নতমানের এই কোর্সটি। শিক্ষক.কম এর সব কোর্সের মতো এটিও সম্পূর্ণ বিনামূল্যের একটি কোর্স। দয়া করে এই লিংকটি শেয়ার করুন পরিচিতদের সাথে। http://wp.me/P2CM2f-tN মূল লেখা - ফেইসবুকে কোর্সের ঘোষণা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.