আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন রকমের বর্ণান্ধতা।জেনে নিন আপনি বর্ণান্ধ কি না??

ব্লগে আসার বা থাকার কোন কারন খুজে পাই না,তবু পুরনো টানে বার বার আসি সামুতে আমাদের ভিতরে অনেকে আছেন বর্ণান্ধ কিন্তু তা হয়ত খুবই দুর্লভ ধরনের বর্ণান্ধতা। আমাদের স্বাভাবিক জীবনে তা তেমন কোন প্রভাব ফেলে না। অনেক সুক্ষ কাজের ক্ষেত্রে যা ধরা পরে। বর্ণান্ধতা নির্ণয়ের সহজ কিছু পরিক্ষা। ১।

যারা বর্ণান্ধ তাদের ভিতরেও অনেকে ১৬(16) লেখা দেখতে পান। ২। আপনি যদি মাঝখানের ২(2) লেখা দেখতে না পান তাহলে আপনার লাল-সবুজ বর্ণান্ধতা বিদ্যমান রয়েছে। ৩। মাঝখানের ৬(6) লেখাটি দেখতে না পেলে আপনার লাল-সবুজ বর্ণান্ধতা রয়েছে।

৪। মাঝখানের ৭(7) দেখতে না পেলে আপনি নীল-হলুদ বর্ণান্ধ। ৫। এখানে ৫(5) খুঁজে না পেলে আপনি লাল-সবুজ বর্ণান্ধ। ৬।

মাঝখানে ৪২(42) খুঁজে না পেলে আপনি লাল-সবুজ বর্ণান্ধ। ৭। এখানে ৯(9) খুঁজে না পেলে আপনি লাল-সবুজ বর্ণান্ধ। ৮। আপনি যদি ৭৪(74) খুঁজে না পান অথবা এর বদলে ৭১(71) বা ২১(21) খুঁজে পান তাহলেও আপনার লাল-সবুজ বর্ণান্ধতা বিদ্যমান।

(সংগৃহীত) সবাই সুস্থ থাকুন,ভাল থাকুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.