মনের সব স্বপ্নগুলো একদিন বাস্তব হয়ে ধরা দেবে, আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। তোমার সাথে প্রতিদিন কথা হয়, মুঠোফোনের চিঠিতে। রাত্রি দ্বি-প্রহরে তোমার চিঠি যখন আসে- সমস্ত পৃথিবী তখন গভীর ঘুমে মগ্ন। শুধু জেগে থাকে দুটি হৃদয়, এবং আবিরাম বেজে চলা দুটি মুঠোফোন। রাত বাড়ার সাথে বেড়ে যায় তোমাকে কাছে পাওয়ার তীব্রতা। তুমি বল, আমি নাকি তোমাকে ভালবাসি না! কিন্তু, আমার জন্য তোমার ভালভাসা নাকি সাগরেরমত-ই গভীর। আমি মাথাপেতে নেই তোমার অভিযোগগুলো। কোনদিন তোমাকে বলা হয়নি, তবে আজ জেনে রাখ, তোমার ভালবাসা যদি হয় সাগরেরমত গভীর, তবে এ রকম হাজারটা সাগর ভালবাসা তোমার জন্য রেখেছি। যা এতদিন বলি নি, আজ জেনে নিয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।