জীবন অনেক কঠিন হয়ে গেছে । চাওয়া- পাওয়ার দেনদরবারে স্বপ্নগুলো কোথায় হারিয়ে গেছে । এখন আর মনে করতে পারি না জীবনের রঙিন দিনগুলি । পারি না কাউকে ভালবাসতে । মানুষকেও আজকাল বস্তু মনে হয় ।
সবাই যেন ¯স্বার্থবাদী । শুধু চওয়া আর চাওয়া । এত প্রয়োজনের মাঝে আমি নিজেকে খুঁজি । পাই শুধু মানুষের কাছে আমার প্রয়োজনীয়তা । কেন যে সবাই বুঝেনা সব মানুষের চাহিদা এক না ।
জীবনের মানে এক এক জনের কাছে এক এক রকম । গ্রীষ্মের প্রচন্ড খরতাপ অর শীতের শিশির ভেজা রোদের স্নিগ্ধতা দুটি ভিন্ন ধারার সৌন্দয্য । ঠিক তেমনি মানুষ একজন থেকে আর একজন ভিন্ন ।
ঘুম থেকে উঠে সবারই যে ৯টা -৬টা অফিস করতে হবে এরকম নিয়ম কবে যে চালু হইছে বুঝতে পারি না । এতদিন শুধু বাবা –মা কিছু করার তাগিদ দিতেন ।
এখন পাড়া-প্রতিবেশী এমনকি দুদিনের পরিচয় ফেসবুকের বান্ধবীও কিছু একটা কর এই উপদেশ শুরু করেছে । ভাবছিলাম হয়ত আমাকে আমার মত খাকার একটু জায়গা দিবে তাও হল না । ছেলের পড়ালেখা শেষ চাকরি করবে তার সাথে যোগ হইছে অমুকের সাথে মিশা যাবেনা , ঐখানে দাওয়াত তোমাকেই যেতে হবে । আরও কত কি ! সব কিছু শোনার একটা প্রচেষ্টা ,শুনে আবার ব্যঙ্গ করার অপচেষ্টা । এর মধ্য দিয়ে একজন বেকারের পথচলা ।
মানুষ কেন বুঝেনা প্রত্যেক মানুষের নিজস্ব স্ব্প্ন আছে । কি এমন দোষ হয় নিজেকে গোছানোর একটু সময় দিলে ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।