আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... এতদূরে টিউশনি টা না করলেও হত, প্রতিদিন রিকশা ভাড়াই লাগে প্রায় ৬০ টাকা। মাসে এক হাজার তো পথ ভাড়াতেই যায়। বাসার কাছেই অহরহ টিউশনি পাওয়া যাচ্ছে,
কেউ বোঝে না এই পথটা কত্ত আপন।
প্রতিদিন রাস্তাটা দিয়ে হাটি আর মনে পড়ে এই রাস্তাতেই তো তাকে একদিন বলেছিলাম
''ইস এই পথ যদি না শেষ হতো . . . . . .''
দিনে রাতে এইপথে আমার আমাকেই খোজা, আমার হারানো ভালবাসাকে খোজা
রাতে রাস্তাটার কোণায় কোণায় আমার এক একটা অশ্রুবিন্দু সোডিয়াম ল্যাম্পের মত জ্বলতে থাকে, রাত যত বাড়ে আলো তত উজ্জ্বল হয়।
শ্বেতশুভ্র ধুম্রশলাকারা মাঝে মাঝেই আমার সঙ্গী হয়, পরিব্রাজকের পথটাকে আরও তন্দ্রাচ্ছন্ন করে দিতে ।
একটা নির্দিষ্ট দোকানে প্রতিদিনই চোরের মত উঁকি দেই, প্রতিদিনই একটু একটু আশা ''আহা যদি দেখা হয়ে যায় একবার . . . . . ''
সম্ভাবনার হিসেব কষি, খুব তো অসম্ভব না। তবু দেখা কিন্তু হয় না। এভাবে একটু একটু আশা নিয়ে বেঁচে থাকাও কেবল মন্দ না ।
হুমায়ুন আহমেদে পড়েছিলাম কোয়ান্টাম মেকানিক্সের কথা। অনেক গুলো জগত নাকি একসাথে চলে, আমাদের সবগুলো অপূর্ণ স্বপ্নই নাকি ওই জগতগুলোর কোন না কোন একটাতে সফল হয়ই।
মন্দ কি,
ওই জগতের ছেলেটা হয়ত আমার মত বোকা না। সে ঠিকই সেই রাস্তা দাপিয়ে হেঁটে বেড়াচ্ছে তার হাত ধরে, রাতে শোনাচ্ছে কবিতা। সেই ছেলেটা হয়ত সুখেই রেখেছে তাকে, আমার অপূর্ণ কিংবা অর্ধপূর্ণ স্বপ্ন গুলো পূরণ করছে একে একে ।
আচ্ছা ছেলেটা মেয়েটার নাম কি দিয়েছে ?
''বরুনা,নীরা,রুবিরয়,রুপা,সুভ্রা,রাজশ্রী নাকি নীলাঞ্জনা"
শোন ছেলে মেয়েটাকে আগলে রেখ, যদি চোখে একফোঁটা জল দেখি, তুমি আমার সত্ত্বা বলে ছেড়ে দেব না। ওয়েভ ফাংশন কলাপ্স করে চলে আসব কিন্তু.........।
আর মেয়ে তুমিও শোন
''তুমি সুখে থেক,
বাইজেনটাইনের সম্রাজ্ঞীর মত তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ
আমি আমার দূষিত হৃদয়টা দিয়ে
শুধু তোমাকেই ভালবেসে যাব মৃত্যুর আগ পর্যন্ত।
কথা দিচ্ছি মৃত্যুর পরেও আমি শুধু তোমাকেই ভালবাসব.........। ।
রাস্তা , টিউশনি , ওয়েভ ফাংশন আর বরুনা কিংবা নীলাঞ্জনার হাত (বসন্তপর্ব)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।