আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে দীর্ঘ দাম্পত্য জীবন!

পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় একসঙ্গে ৮৭ বছর কাটালেন কারাম (১০৭) ও কাটারি (১০০) দম্পতি। শতায়ু এই দম্পতি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে দীর্ঘতম দাম্পত্য জীবনের নতুন রেকর্ডধারী জুটি হতে চলেছেন। নথিবদ্ধ তথ্য অনুযায়ী, বর্তমান রেকর্ডটি থেকে তাঁদের দাম্পত্য জীবন আরও পাঁচ বছর বেশি। ভারতের পাঞ্জাব থেকে আসা এই দম্পতি বর্তমানে যুক্তরাজ্যের ব্রাডফোর্ড এলাকায় থাকেন। আট সন্তান ও ২৮ নাতি-নাতনির সংসার তাঁদের।

সুদীর্ঘ সুখী দাম্পত্য জীবনের রহস্য সম্পর্কে কারাম-কাটারি দম্পতি বলেন, এতে কোনো রহস্য নেই। বিশ্বাস আর ভালোবাসাই তাঁদের পথচলার সঙ্গী। তাঁরা সব সময় একজন আরেকজনের খেয়াল রাখার চেষ্টা করেন। কারাম বলেন, ‘স্ত্রী কাটারিকে হাসিখুশি রাখার চেষ্টা করি। সংসার আনন্দময় করে তোলার মধ্যেই ভালোবাসা জিইয়ে থাকে।

মুখের হাসি জীবন ও সম্পর্ককে দীর্ঘায়িত করে। ভালোবাসার জোরে আরও অনেক দিন আমার স্ত্রীর পাশে থাকতে চাই। ’ কাটারি বলেন, ‘আমরা দুজন নিরামিষভোজী। একটা সময় ছিল, রোজ রাতেই ওর জন্য নানা সবজির খাবার তৈরি করতাম আর ভাবতাম, স্বাস্থ্যসম্মত খাবার খেলে দুজন একসঙ্গে বুড়ো হতে পারব। আমরা পূর্বপরিচিত ছিলাম না, পারিবারিকভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম।

মনে হয় সেদিনের ঘটনা। একবারও মনে হয় না আমাদের ৮৭ বছরের সংসার। ’ মা-বাবাকে নিয়ে গর্বিত ছেলে সত্যপাল। বাবা-মায়ের দীর্ঘ সুখী দাম্পত্য জীবন সম্পর্কে তিনি বলেন, ‘আমার মা-বাবার সহজ সরল জীবনযাপন। তাঁদের ভালোবাসার প্রতি আমাদের শ্রদ্ধার শেষ নেই।

আমরা সবাই চাই তাঁরা সব সময় পাশাপাশি, হাসি-খুশি থাকুন। চলতি মাসে ঘটা করে মায়ের ১০০তম এবং বাবার ১০৭তম জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিয়েছি আমরা। ’ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.