আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার চালুর সময় দেখানো (Earlier version of window) সমাধান (আবার দেখে নিন)

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত ! দেখুন তো কম্পিউটার খোলার সময় এরকম সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা?: অনেক সময় কম্পিউটারে সেট আপ দেয়ার সময় পুরাতন উইন্ডোজ ফাইল ভালভাবে ফরমেট না করেই সেট আপ দেয়া হয়। ফলে সেট-আপের পর কম্পিউটার প্রতিবার খোলার সময় দু বা তিনটি বুট অপশন দেখায়। এখানে উল্লেখ্য কেবল একটাই কাজ করে। অন্যগুলো পুরাতন সেটআপের ফাইল যা নতুন সেটআপের সময় ডিলিট করা হয়নি। যাই হোক এরকম বিরক্তির হাত থেকে বাচতে যারা windows 7 ব্যবহার করেন তাদের জন্যই বিশেষ এ পোস্ট। তবে যারা অন্য উইন্ডোজ ব্যবহার করেন তারাও চেষ্টা করে দেখতে পারেন। পদ্ধতি: ১. স্টার্ট মেনু হতে, অল প্রোগাম >একসেসরিজ > কমান্ড প্রম্প এ যান ২. কমান্ড প্রম্প ওপেন করুন " ওপেন এস এডমিনিস্ট্রেটর" দিয়ে (মাউসের ডান ক্লিক দিয়ে) ৩. কমান্ড প্রম্প এ লিখুন- bcdedit এবং এন্টার কী প্রেস করুন। ৪. নিচের চিত্রের মত দেখাবে: ৫. এবার লিখুন- bcdedit /delete {ntldr} /f এবং এন্টার কী প্রেস করুন। ৬. দেখবেন নিচের মত চিত্র দেখাচ্ছে: (না হলে বুঝবেন স্পেস ভুল দিয়েছেন) ৭. এবার শুধু কম্পিউটার রির্স্টাট দিন দেখুন সরাসরি কম্পিউটার ডেস্কটপ আসছে! ভাল লাগলে জানাবেন কিন্তু।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.