আমাদের কথা খুঁজে নিন

   

ধানমন্ডির পিজ্জা হাটে কটাক্ষের শিকার অনন্ত, অতঃপর সিনক্রিয়েট(একজন প্রত্যক্ষদর্শী যা দেখেছেন)

........ অনন্ত জলিলকে নিয়ে অনলাইনে নানা ধরণের ক্যারিকেচার করা হয়, হচ্ছে, হতেও থাকার কথা অনেকদিন । এত এত ক্যারিকেচার এত কম সময়ের মাঝে বাংলাদেশের আর কোন সেলিব্রেটিকে নিয়ে হয়নি । অনন্ত জলিলের প্রকৃত লক্ষ্য নিয়ে অনেকের অনেক মত থাকলেও সিনেমা বানানোর মূল উদ্দ্যেশ্য যদি বিনোদন দেয়া হয়, তবে তিনি অনেক মানুষকে হাসিয়েছেন সন্দেহ নেই । সবচাইতে বড় কথা মানুষ বিনোদিত আসলেই হয়েছে, এই কথাটা একই সাথে কৌতুক এবং একইসাথে সত্যি । কিন্তু ব্যাপারটা এখন আর কেবল অনলাইনেই নেই ।

“জলিলকে ছেঁচা দিলেই হিট হওয়া যায়......” এমন একটা চর্চা শুরু হয়েছে । সর্বশেষ ঘটনা বৃহস্পতিবার রাতের । কিছু কিছু জিনিস অনলাইনে না রাখার পরিণাম কুতসিত হয় । পিজ্জা হাটে অনন্ত-বর্ষা জুটি এক মেয়ের টিজের শিকার হয় । মেয়েটি তাকে জিজ্ঞেস করেছিল, অনন্ত জলিল গানা থেকে এসেছিলেন কিনা একথা জিজ্ঞেস করে, বলাই বাহুল্য খুব একটা ভদ্র ভঙ্গিতে যে জিজ্ঞাস করা হয়নি তা নিশ্চিত হওয়াই যায় ।

পরের ঘটনাগুলো আমি আর কইলাম না, আপনারা একজন প্রত্যক্ষদর্শীর লেখা থেকেই জেনে নিন, একটু কস্ট করেই পরে নিন...... Suddenly we heard a loud crash of broken glass n Barsha shouting on top of her voice. She threw a glass, rushed to the table next to their and asked a boy threateningly "how dare u tell him "pom Gana"!!!...to my utter disbelief I saw Ananta walking up to that table n babbling up all his "I am educated" and whatever we watch/read/hear through media with benign modesty...yes u r reading it right...benign modesty. a member from that teaser's family was trying to calm Barsha down but she was really not ready to take that sort of insult to her husband easily anymore. Now...the members of that boys family start shouting "rickshawalar bachcha...tora ei rokom jonnoi to cinemay ashish...bhodro hoile ki ashti naki...shameless...bitch...bosti theke uthe ashchish"...The restauranters were already on their feet to witness the drama. Ananta was taking Barsha away and before leaving he apologised on behalf of his wife. A woman of that family who was claiming that some of her family member has cut her nose or whatever (which was not seen BTW) said "oke bolen sorry bolte"...Ananta said "ami sorry boltesi" n she shouted "apni jotoi sorry bolen amra sorry korbo na" (I don't know sorry kemne kore!!)...n Ananta left the restaurant with his wife. Suddenly the boy who actually started all these drama was running yelling that "shalader dhor...aajk banglay Gali dibo"... my brother who could not stand this anymore told them (as they were leaving n we were sitting just beside the stairs) ok now come off. One of them told her "apni ki janen naki ki hoise...bolen dekhi ki hoise". So my brother replied "ami jani na kintu dekhlam j oder k uttejito kora hoise"...So now a smart (!!!) girl from that group told him "apnio anatar motoi...andaaje kotha bolte ashchen"...n my brother replied "ei jonnoi rasta ghaate dhil khan" (I am proud of u my bro)!!!...so this is what happened... n I felt that as a wife Barsha has every reason to react to her husband's insult...we always make fun of him...but when today I saw him I was thrilled that whatever he is or however he is...he is a star...take it or leave it...he has made u lough...he has made u go to the cinema hall after many years...we the general people are very good at criticising and everything...but we did not dare coming up to the silver screen with all our limitations...that he did!!!...And I really dont understand y u have to tell that "pom gana" on his face..isn't it enough that we laugh about him all the time?..y insulting a man infront of his wife?. লেখক: নন্দিনী চৌধুরী Click This Link হচ্ছে সেই লেখার লিঙ্ক, সমস্যার কারনে সরাসরি লিঙ্ক দিতে পারলাম না । ) সবশেষে বলি বাড়াবাড়ি ভালো না । জলিল মিয়ার জায়গায় ডিপজল থাকলে চড়ায়া হাগাইয়া ফালাইত । অনন্ত জলিলকে তার মত থাকতে দেয়া হোক, কারণ তাকে যারা সরাসরি আক্রমণ করছে, দেখা গেল তাদের আরো জটিল সমস্যা আছে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.