ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর। সারমেয় আর তুমি সামান্য তফাৎ তুমি কিঞ্চিত ওর নিচে আর ও তোমার চেয়ে কিছুটা এগিয়ে। সারমেয় তার লালার্ত জিহ্বাটা নামিয়ে দেয় লোভার্ত সময়ে... কিন্তু! সে কোন দিন ...............দেশ খায় না ...............মানুষ খায়না ......ইতিহাস তো চিনেই না। আর তুমি!! কুত্তার তুলনায় অর্ধেক জিহ্বাটা দিয়েই ...............................দেশ খাও .............................মানুষ খাও ইতিহাসকেও জামিন দাও তোমার পেটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।