আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট এর কিছু দুর্লভ চিত্র-১ (১৮+আছে , বাচ্চারা তফাৎ যাও)

জনগণ, তুমাগো আমি এইবার কিছু ফটুক দেকাইবাম চাইতেআসি। কিছু ফটুক এর ব্যাপক হিসটোরিকাল ভ্যালু আছে, আর কিছু ফটুক ব্যাপক হাসির ও বটে। প্যাচাল বাদ দিয়া শুরু করা যাক তাইলে- প্রথম ফটুক হইতেসে- ১। ইতিহাসের অন্যতম পাতিহাস মার্কা ঘটনা ,- ডেনিস লিলি ৯ খান স্লিপ রাইখা বল করতেসে, বিশ্বাস না হইলে গুইনা দেহেন- ২। সেই বিখ্যাত ক্লাইভ লয়েড এর টিমের সাথে রাণীমাতা- Roberts-Holding-Garner-Marshall: From the late 1970s to the mid-1980s ৩।

পাকিস্তান - শ্রীলংকার মধ্যকার একখান টেষ্ট ম্যচের চিত্র, মৌমাছির ভ্য়তে সব শুইয়া পড়ছে মাগার বিলি রে দেখেন ৪। আমব্রোস আর স্টিভ ওয়াহ এর অবিখ্যাত ঝগড়া, কয়দিন আগে আমব্রোস কইসে- "আমি ওরে পিটাইতে চাইসিলাম" ৫। লন আমব্রোস পাগলার আর একখান দেহেন-( আবারো বেচারা স্টিভ ওয়াহ) ৬। (বাম থেকে শুরু করে) এ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, কলিন ক্রফট, জোয়েল গার্নার pose ahead of the first Test against England in Port-of-Spain, February 1981-যাগো দেখলে ব্যাটসম্যান গো প্যান্ট ভিজা যাইতো ৭। ছাগল টায় কি ধরে- ৮।

ক্যাচ ধরা দেখবার চান, তাইলে এইটা দেহেন- ৯। আমি একা না, বুশ চাচাও দেহেন কেমুন ক্রিকেট এর ভক্ত, নাকি ফাকিস্তান রে কমুনে পিটাইবো হেইডা দেহাইতাসে- ১০। লাজুক ব্রায়ান লারার বিরল একখান ফটুক- ১১। বেচারা রস টেইলর , এই ফটু দেইখা আসলেই বুঝা যাইতেহে নিউজিল্যান্ড এর প্লেয়াররা কত ভদ্র- ১২। "নিউজিল্যান্ড এর প্লেয়াররা কত ভদ্র" এইডা কেন খইলাম এইবার তাইলে দেখেন- নিশ্চই কইতে অইবোনা, এইডা কুন জাতির প্লেয়ার ১৩।

ডেনিস লিলি আর জাভেদ মিয়ানদাদের সেই বিখ্যাত মারামারি- ১৪। জোশ্‌ একখান ফটু- শ্রীশান্ত বলখান ক্যালিস রে করসিলো- ১৫। it hurts ... backward short leg sucks- ১৬। দেহেন তো কুনডা কিডা , চিনবার পারেননি??? ১৭। ফটুগ্রাফারের টাইমিং টা জোশিলা হইসে , কি কন??? সংগৃহিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.