আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট এর কিছু দুর্লভ চিত্র-৩ (১৮+আছে , বাচ্চারা তফাৎ যাও)

পুলাপাইন শুক্কুরবারের নামায পড়ছো তো। আমি হুনছি যে নাকি তিন শুক্কুরবার নামায পড়েনা, মুসলমান গো রেজিসটার বইত্যে নি আল্লাহ নাম কাইটা দেয় (ছুডু বেলায় মায় কইছে)। তো যে যে পড়ছো , বালা কাম করসো। আর যে যে পড় নাই , সামনের থেকে সাবধান হইয়া যাও। আহারে কত প্যাচাল পারি রে।

তো যাই হোক, আসো তাইলে আইজকা আরও কিছু ফটুক দেহি। তাইলে আগে যেখানে শেষ করছি সেখান থেকেই শুরু করি- ৩৮। দেশ ও দেশের বাইরের যত ব্যাটসম্যান আছে, হগলে মিলা এই ব্যাটারে অন্তত এক খান ধইন্যা পাতার ক্ষ্যাত গিফট করা উচিৎ। কারণ হইলো- ডেনিস অ্যামিস (Dennis Amiss) নামের এই ব্যাটা সর্বপ্রথম হেলমেট পইরা খেলবার নামেন। তো ঘটনা ঘটে এইরকম যে, ১৯৭৮ সালে যখন ক্যারি প্যাকার ওয়ার্ল্ড সিরিজ চলতাছিলো ।

সেই ম্যাছে সে আছিলো ওয়ার্ল্ড একাদশে। আর তার বিপরীতে বোলার গো নাম শুনেন- ডেনিস লিলি, আ্যান্ডি রবার্টস, আর মাইকেল হোল্ডিং। সে তখন একটা ফ্যাক্টরীতে গেলো এবং তখনকার ভয়ানক এই সব ফার্স্ট বোলার দের ভয়তে একখান ক্রাশ হেলমেট নিয়া আসলো। এবং সেইটা পইরা খেলতে নাইমা গেল। B- পরে সত্তর এর দশকে ডেনিস অ্যামিস আর টনি গ্রেগ মটর সাইকেল হেলমেট পইরা খেলতে নামতো।

আর ১৯৭৮ সালে অস্টেলয়ান ব্যাটসম্যান গ্রহাম ইয়ালুপ (Graham Yallop)ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে সর্বপ্রথম টেস্টে হেলমেট পইরা খেলবার নামেন । ৩৯। বিলি মামারে আগের বার যারা দেখছিলেন , এইবার দেখেন । এইবার কাইত। ৪০।

আম্পায়ের লগে খাতির দেখসেন নি??? নাকি অন্য কিসুর আভাস পাইতেসেন??? ৪১। আরেক আম্পায়ার দেহেন কি করে ৪২। আইচ্ছা এইডারে কি শট কয়..???? ৪৩। কিপিং এ ধোন-ই ৪৪। আইচ্চা এই পুলাডার সমস্যা কি?? ৪৫।

হোয়াট আ কমিটমেন্ট!!!!! ৪৬। আর একখান দেহেন ৪৭। জন্টি রোডস এর একখান দেহেন ৪৮। লুল ইন্ডিয়া ৪৯। আফ্রিদি করে কি??? ৫০।

জয়াসুরিয়া কি দিলশান রে কিছু করবার না কইবার চাইতেসে ৫১। সাইমন্ডস পাগলা আর একখান ম্যাচ জিতাইলো ৫২। দেহেন তো গিলেস্পি রে কেমুন লাগতেসে??? ৫৩। ইনি লুল ইন্ডিয়ার একজন মন্ত্রী, কইনচেন দেহি হের নাম কি??? ৫৪। মনে পড়ে , ১৯৩২-৩৩ বডিলাইন সিরিজের কথা (1932-33 ashes "BODYLINE") লেগ এর ফিল্ডিং টা খেয়াল করেন ৫৫।

ঐ সিরিজের সেনাপতি আর তার বাহিনী ৫৬। দেহেন পেপারে কি লিখছিলো- ৫৭। বিখ্যাত সেই স্যার ডন ব্রাডম্যান ৫৮। ১৯০৩ সালের এস.সি.জি। ৫৯।

ক্রিকেট ইতিহাসের আর এক সফল ব্যাডবয় স্যার ভিভ রিচার্ডস ৬০। লুল রে লুল ৬১। দেহেন তো এইখানে কেডা কেডা আছে??? চিনবার পারেন নি???? ৬২। পাপী প্যাটের লাইগা কত্ত কি যে করা লাগে। লুল রে লুল সংগৃহিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.