নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই ধর্মান্তরিত হওয়া সাধারন কোন বিষয় নয়। ধর্মান্তরিত মানুষ অনেক কারনেই হয়ে থাকে। ধর্মকে ভালোবেসে, স্বার্থে, ভয়ে। ফেসবুকে প্রায়ই দেখা যায়- অমুক সেলিব্রেটি মুসলমান হইসে বলেন সুবহানআল্লাহ। পীস টিভিতে কয়েকজন বক্তা দেখা যায় যারা এক সময় খ্রীস্টান/বৌদ্ধ ছিলেন এখন মুসলমান হয়ে পূর্নদমে ধর্মপ্রচারে নেমে গেছেন। তারা ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, ধর্ম গবেষক হিসেবে কাজ করছেন, সর্বপরী ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। আমার জানার বিষয় হলো- মুসলিম থেকে অন্য কোন ধর্মে মুসলমানরা বেশি ধর্মান্তরিত হয়। আমার ধারনা মুসলমান থেকে খ্রীস্টান ধর্মে বেশি যায়। হিন্দু/বৌদ্ধ/জৈন হয় কিনা জানা নেই। তারা কি সেই্সব বুঝে শুনে সেই ধর্ম পছন্দ করে সেই ধর্মে গিয়ে ধর্ম বিশারদ হয়, ধর্ম প্রচার করে??? নাকি শুধুই দুনিয়ার স্বার্থে/প্রয়োজনে ধর্মান্তরিত হয়??? সহজ জিনিস বুঝাতে গিয়ে মনে হয় আরো জটিল করে ফেললাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।