জানলা জুড়ে রোদ জমে না,
মেঘের অভিমানে,
শহর জুড়ে বিষন্নতা
আমার সন্ধানে। ।
রোদ পালানো দিন ছড়ানো মন ভুলানো পদ্য,
একটুখানি তোমার ছোঁয়া ভীষণ অনবদ্য। ।
এইসব যত শহুরে পলক
কুড়িয়ে চলে ক্লান্তি,
মেঘের শহর, শীতল শহর
নিছক বিভ্রান্তি।
।
তাই, একটুখানি তোমার ছোঁয়া ভীষণ অনবদ্য। ।
শৈশব-রঙা দিনরাত্রি
স্মৃতির ওপাশে,
সময়ের শুরু এবং শেষ
একঘেয়ে আপোষে। ।
তাই, একটুখানি তোমার ছোঁয়া ভীষণ অনবদ্য। ।
- রামপুরা, ৩১/১০/২০১২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।