আমাদের কথা খুঁজে নিন

   

মনের মাঝে জ্যোৎস্নার খেলা

মনের মাঝে জ্যোৎস্নার খেলা [/sb - যাযাবর জীবন মনের গহীনে বাসা বেঁধে থাকা সব অভিমান গলে গলে পড়ে চাঁদের রাত্রিতে জ্যোৎস্নার অবদান চোখের ভেতর জমে থাকা সব টুকরো বেদনা পূর্ণিমা হয়ে ঝরে পড়ে জ্যোৎস্নার কান্না। হামাগুড়ি দিতে থাকা চাঁদ সন্ধ্যের পর হতে মধ্য রাতে যেন আলো ঝলমলে সূর্য হয়ে ওঠে লম্বা হয়ে পড়া তির্যক ছায়ারা ধীরে ধীরে খাটো হয় মাথার ওপরে চাঁদ মধ্য গগনে কি যেন সব কথা কয় আকাশে বাতাসে ফিসফিস করে কি যেন সব কথা হয় কানাকানি করে আমায় বলে যায় জন্মেছি আমি এক ভুল সময়। বুকের মাঝে যত যাতনার বীজ করেছি বপন ভুলতে চাই সব করে মন-মুগ্ধ চাঁদের সাথে রাত্রিযাপন ল্যাম্পপোস্টের আলোগুলো নতজানু চাঁদের কাছে বন্য এক চাঁদ যখনি আকাশেতে বিশাল হয়ে ওঠে মনের মাঝেতে কিছু নোনা কান্নার ঢেউ জাগে বুকে জ্যোৎস্নার মাঝে হাত বাড়িয়ে যখনি পাই না তোকে ছুঁতে। টুকরো সব হাজার স্মৃতি মনে হামাগুড়ি আসে চাঁদের লগ্নে তারা যেন সব বসে এসে পাশে নদী পারে বালু চরে জল জোছনা ভেসে যায় নদী জলে নোনা কান্না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.