প্রদীপ হালদার,জাতিস্মর। আমারই আঘাতে
তোমারই দুই চোখে
ভরিয়ে দিয়েছে দুঃখের জলে।
তোমারই ঝাপসা হয়ে আসা দুই চোখে
আমারই ব্যথা হয়তো পড়ে নি সেই কারণে।
তোমার আঘাতে
আমার দুই চোখে
হয়তো দুঃখের জল ভরিয়ে দেয় নি সেইভাবে।
তবুও মনে হয়েছে বারে বারে চোখের কোণে
বালির মতোন কোন কণা আটকে রয়েছে।
সময়ের গতিতে
নিজেকে সুখি করতে গিয়ে
দুঃখ এসে চলার পথকে হঠাৎ দিয়েছে থেমে।
আমারই আঘাতে তুমি ব্যথা পাবে
ছিল না এই ইচ্ছা আমার জীবনে।
তবু আঘাত এসে
তোমাকে ব্যথা দিয়ে
বেদনার সাগরে ডোবালো আমাকে।
একমাত্র তুমিই পারো দুহাত বাড়িয়ে
সেই ব্যথার সাগর থেকে আমাকে তুলে আনতে।
অকারণে আঘাত করে
মনের খুশি কেড়ে নিয়ে
তিলে তিলে ব্যথায় দগ্ধ হয়ে
কোন লাভ নেই এই জীবনে।
তোমার চোখের জলে
আমাকে দুঃখ দিয়ে
তিলে তিলে দগ্ধ করেছে আমার হৃদয়টাকে।
তাই চাই না দেখিতে
তোমাকে চোখের জলে
হাসি খুশি নিয়ে বাঁচবে তুমি যতদিন আমি পৃথিবীতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।