আমাদের কথা খুঁজে নিন

   

ওরা আমারই সন্তান। এরাও...

ওরা আমারই সন্তান। ওদের রক্ত মিশেছে আমার জমিতে। নিথর মৃত দেহ, ক্ষত বিক্ষত, পড়ে ছিলো আমারই বুকে ফসলের ক্ষেতে, নদী নর্দমায় ভেসেছে। আমারই আকাশে উড়েছে শকুন, বাতাসে লাশের গন্ধে। শেয়াল কুকুর চিরেছে ওদের পচেছে শেষে আমারই বুকে।

ওরা আমারই সন্তান। ওরা মরেছে, তবু হারেনি। ওরা ধর্ষিতা, তবু দেহ বিলোবার নয়। ওরা শহীদ মুক্তিযোধ্যা, ওরা বীরাঙ্গনা। ওরা রক্ত দিয়ে আমার নতুন নাম কিনেছে, ওরা বাংলা বলার অধিকার কেড়েছে, ওরা আমায় নতুন শাড়ী দিয়েছে।

সবুজের মাঝে রক্ত লাল সূর্য আকা আমার নতুন শাড়ীতে। ওরা আমারই সন্তান। ওরা আমার নাম চায়নি, ভাইকে টেনে কুকুরের মত তাই দার করিয়েছে পাকি বন্দুকের সামনে। বোনকে পাকি লিঙ্গের নিচে। ওরা আজো বিচরণ করে, ওরা আমাকেই পুঁজি করে ধনাঢ্য জীবনে।

আমার লাল সবুজের শাড়ী ওড়ে ওদের গাড়িতে, পাশে ওড়ে পাকি ন্যাকড়া চাঁদ প্রতীকে। ওরা আমারই সন্তান। গর্জে উঠেছিলো একদিন আমার নাম কিনতে, আমায় লাল সবুজের শাড়ী পরাতে, মায়ের মধুর বাংলায় কথা বলতে। গর্জে উঠেছিলো পেতে বাবার স্নেহ, মায়ের আদর, দুষ্টু বোনের দুষ্টুমি, বন্ধু আড্ডা, আর প্রিয়তমা বধূর প্রেমে ভরা জীবন। সন্তানের তরে মসৃণ পথ স্বাধীন ভবিষ্যতে।

গর্জে উঠেছিলো তাই মিছিলে রাজপথে। এরা আমারই সন্তান। একে একে একচল্লিশ পেরুল। রাজপথ ছাড়েনি এখনো। এখন গর্জন করে এরা ক্ষমতার লোভে পিশাচের মত, এদের ধারাল ছুরি-দা-চাপাতি বন্দুক গ্রেনেডে এখন জীবন হারায় আমার আরেক অসহায় সন্তান।

এখনো নিথর মৃত দেহ, ক্ষত বিক্ষত, রক্তের ছোপ, এখনো মিশে আমার জমিতে। বোন হয় ধর্ষিত স্বজাতি ভাইয়ের কামে । এরা আমারই সন্তান। ভাই ভাই মারামারি, সন্ত্রাস রাজনীতি। অসহায়ের রক্তে লাল আমার মাটি।

এরা পাকি দালালের আশ্রয়দাতা। এরা সরকার নামে ভোগ বিলাসের কারখানা। এরা ক্ষমতা কিনতে করে গর্জন, সাথে লয়ে আমার কোন নবজাতক সন্তান। এরা স্বজাতিতে বিভক্ত আজ, চায় আমার অধিকার। মাঝে মৃত্যু মুখে, অসহায় যত সন্তান আমার।

এরা আমারই সন্তান। এরা ওদের কারো ঔরসজাত, কারো প্রিয়তমা বধূ, কারো অনুসারী। এরা স্বৈরাচার হটানো নতুন স্বৈরাচারী। এরা দেশ প্রেম বেঁচে খায়, ওদের নাম বেঁচে খায়, এরা ধর্ম বেঁচে খায়, আমাকে বেঁচে খায়। এরা রাজপথে হুংকার করে বারবার জয় বাংলা-বাংলাদেশ জিন্দাবাদ- নারাই তাকবীর আল্লাহু আকবর।

এরা আমারই সন্তান। এরা স্বার্থপর, এরা বেঈমান। এরা দিতে পারেনি ওদের প্রাপ্য সম্মান। ওদের দেওয়া স্বাধীন দেশে আজ সব প্রায় পরাধীন। কি তবে পেলো ওরা, একখান উপাধি ছাড়া ? ওরা ত্রিশ লক্ষ শহীদ, আহত বীর সেনানী, ধর্ষিতা অগণিত।

ওরাই তো রক্ত দিয়ে আমার নাম কিনেছে, শাড়ী দিয়েছে শাড়ী আমার– পতাকা, নাম বাংলাদেশ। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।