আমাদের কথা খুঁজে নিন

   

এলইডি লেন্সে জোনাকির আলো!

দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা জোনাকির তলপেটের কাঠামো অনুকরণ করে এমন কৌশল উদ্ভাবনের দাবি করেছেন, যা দিয়ে তুলনামূলকভাবে সস্তা ও উন্নতমানের এলইডি লেন্স তৈরি সম্ভব। তাঁরা আশা করছেন, এই লেন্স একদিন স্মার্টফোন ও টেলিভিশনসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার করা যাবে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই এলইডি লেন্সবিষয়ক একটি বৈজ্ঞানিক নিবন্ধ আজই ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। নিবন্ধে বিজ্ঞানীরা বলেছেন, কীভাবে তাঁরা উজ্জ্বল ও নির্ভরযোগ্য প্রাকৃতিক আলোর উত্স জোনাকির মাধ্যমে উত্সাহিত হলেন।

নিবন্ধের মূল লেখক কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অব টেকনোলজির জৈব ও মস্তিষ্ক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক কি-হুন জিয়ং। তিনি বলেন, ‘জোনাকি যে কৌশলে আলো জ্বালে, সে কাঠামো অনুকরণ করে আমরা একটি নতুন এলইডি লেন্স তৈরি করেছি। ’ জোনাকিরা সঙ্গীকে আকৃষ্ট করতে ও খাবার খুঁজে পেতে এই আলো জ্বেলে থাকে। গবেষকদের মতে, এই উদ্ভাবন সস্তায় এলইডি লেন্স তৈরির ক্ষেত্রে একটা অগ্রগতি। ভবিষ্যতে কোনো একদিন এ কৌশল স্মার্টফোন, টেলিভিশন ও অন্যান্য যন্ত্রে ব্যবহার করা সম্ভব হবে।

তথ্যসূত্রঃপ্রথম আলো  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।