আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: তোমাকে ধরতে পারিনা, ছুঁতে পারিনা

!! এ শিকল ছিড়ব আমি কেমন করে!! ডিংডং, ডিংডং, ডিংডং ডিংডং, চার্চের বেলটা বাজে আমি দৌড়ে গিয়ে ট্রামটি ধরি, শনিবার রবিবার সোমবার দিন গুনে যাই আমি তোমাকে আর ধরতে পারিনা, ছুঁতে পারিনা, তবুও মনকে বুঝাই। তুমি আমাকে ছুঁতে পারণা, ধরতে পারণা শশী তারারা আলো জ্বেলে যায়, তিমির রাত্রি সাথী খুঁজে, সেই আগের মতন চাঁদ উঠে জোছনায় মুক্তো হয়ে বারি ঝরে, ক্ষীণালোকের রঙে তোমাকেও দেখিনা আগের মতন। দিন যায় মাস যায় বছর যায় বয়স বাড়ে, বয়স বৃদ্ধ হতে থাকে, মাথার কেশ ধুসর হতে হতে সাদা হয়ে যায় অন্ধকারে তোমার চোখে আমার ছায়া পড়েনা। তোমার বুকে আমার নিঃশ্বাস জমা হতে থাকে, তোমার হাসিতে, চোখের ভাষায়, তোমার চাহনিতে দেখতে দেখতে পলক পড়েনা, তোমার চোখের মধ্যমণিতে, প্রতিবিম্বে আমি ঝাপসা হয়ে রই। ডিংডং ডিংডং ডিংডং ডিংডং চার্চের বেলটা বাজে আমি দৌড়ে গিয়ে ট্রামটি ধরি, আমি তোমাকে ছুঁতে পারিনা, ধরতে পারিনা ভোরের আকাশে রবিকর চোখ মেলে দেয়, অবুঝ মনে মনকে বুঝাই, তোমার চোখে আর আমার ছবি দেখিনা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.