আমাদের কথা খুঁজে নিন

   

চাইতে ভুলে গেছি হারাবার ভয়ে

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! তোমার হাতের স্পর্শ এখন মলিন হয়ে যায় নি শতাব্দীর পর শতাব্দী কেটে গেলেও পাজরের হারে হারে ঠোকাঠোকি হয়ে বেজে যাবে তোমার কথামালা -- সেই স্মৃতিমূলক কথা-গুলো এখনো লাগে মনঃমন্তরে !! শীতের শুরুতে জাপটে ধরে উলের চাদর- তোমার উষ্ণ ছোয়াঁর স্পর্শ ভুলায় কিভাবে ? শীত তো বারবার ঘুড়েফিরে আসে আমার করিডোরে !! শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ক্লান্ত বিকেল তপ্ত চায়ের কাপে - গোধুলী-লগ্নে জোছসনা রাতে সকালের রোদ্রৌরে অভিমান মন শুধু তো্মায় খুজে ফিরে -- অন্ধকারে হারানো আলপিন এর মতো খুজতে থাকি !! খুজতে খুজতে ক্লান্ত হোয়ে আসি আভিমান নামক ডাইরির পাতায় - !! সেদিন পাটরে রশি বুনতে বুনতে মনে হচ্ছিল -কি উজ্জ্বল -কি সচ্ছ্বতা - কি মুদ্ধ হয়ে ভাবনার জগৎ এ প্রবেশ- আর তক্ষনি প্রশ্ন তুললো মনে অন্তরালে এভাবে যদি শক্ত-পাকাপক্ত ভাবে বেধেঁ রাখা যেত ভোরের আলো !! তাহলে রঙ্গিন নাইলন কিনতে হাটে যেতুম না ক্ষনে -- পাটের রশির ক্ষন হয় কিন্তু শৈল্পিক সৌন্দর্যের বয়ে চলা গ্রামের ছোট নদী তো সমুদ্র হতে ব্যাকুল হয় না ? সদ্য ভোর অন্ধকার-কে তুরি মেরে নেমে আসে রৌদ্র তোমার চোখের কোনায় - শালিকের জোড়ায় জোড়ায় ঘড় থেকে বের হয়ে বসেছে আঙ্গিনায় !!! ভাঙ্গা রেলিং বেয়ে বেয়ে খুনসুটির গল্প-সল্প - কেমন মায়া মায়া করে হাঁটছে - বাতাসের উপর ভড় করে নৃত্ত্য- এমন প্রেমে যেন জানালায় আকটে থাকে আজীবন !! মনে পড়ে যায় সেই দিনের বৃষ্টি ভেজা জোছনায় জাগে থাকা রাতের আকাশে অভিমানে থাকা একা চাঁদ - চন্দ্র দিনের কথা - তোমারও কি ভিজায় - বালিশ কাঁথা !! ---------------------------------------------------------------- হুর খারাপ হইলে খারাপ হইছে -- শহিদুল ভাই-এর অনুপ্রেরনা কইরা লিখি -- আমি লিখতে পারি না ভাই কে উৎসর্গ করার দৃষ্টতা দেখাতেও পারি না কারন কবিতা লিখার নিয়ম কানুন জানি না -- মনে যা আহে তাই লিখি !!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.