আমাদের কথা খুঁজে নিন

   

ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ :p :p

বেশিরভাগ ছেলেরই সপ্ন থাকে পড়ালেখা শেষে একটা ভাল জব,একটা বাড়ি,একটা গাড়ি আর একটা সুন্দর বউ। আমারটাও ঠিক সেরকমই, তবে বাড়ির বদলে আমি এই রকম একটা সুন্দর দীপ পছন্দ করবো। আর গাড়ির বদলে এরকম একটা জাহাজ খারাপ হয় না। আর সুন্দর বউ তো? ভাল মনের একজন শিক্ষিতা মেয়ে হলেই হবে,যে আমাকে বুঝবে,আমাকে সব সময় ভালোবাসবে,তার মন সুন্দর হলেই হবে। অনেকে বিভিন্ন অকেশনে বোনাস পেলে খুশি হন।

আমার বোনাস এর দরকার নাই। আমার বউটা যদি সুন্দর হয় সেটাই হবে আমার সারাজ়ীবনের বোনাস :p . অনেকে ফ্যামিলি নিয়ে দেশের বাইরে ঘুরতে যাওয়ার জন্য অফিস থেকে লম্বা ছুটি নেন। কেউ হয়তো একমাস ,আবার কেউ হয়তো দুই মাস। এর থেকে কমও নেয় অনেকে। কিন্তু আমি এসব পছন্দ করব না।

কেউ আমাকে লম্বা ছুটির দরখাস্ত করবে এটা আমার পছন্দ না। হ্যাঁ আপ্নাকেই বলছি,যেই দেশেই যান না কেন আমার অফিসের শাখা থাকবে,অখানেই আপনার দায়িত্ত পালন করবেন। আর হ্যাঁ নির্ধারিত ছুটির আগেই চলে আসবেন। আর আপনার এই মাসের বোনাসটা নিয়ে যাবেন। আপনার কাজ আমার ভাল লাগছে।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।