সবটাই চাই। তুমি নয় খানিকটাই দিও,তাও না পারো তো-কিছুই চাইনা। তবুও সবটাই চাইতে চাই। চাইতে দিও.. আকাশের চাঁদ আর কতো সুন্দর
তোমার রূপ যেই বড় অপরূপ।
আর কারো গলার আওয়াজ লাগে নাতো ভাল
তোমার আওয়াজ টুকু লাগে বড় ভাল।
কিন্ত শুনিনা বহু দিন হল।
শুনিনা খিল খিল হাসি তোমার...
লাগেনা লাগেনা কোন কিছুতে ভাল আমার।
হাজারও হাঁসিতে একটুও ভরে নাতো মন
তোমার একটু হাঁসির জন্য মন আমার বড়ই আনচান।
কবিতার মতো করে কিছু একটা লিখার মিথ্যা চেষ্টা, এটাকে কবিতা বললে ভুল হবে আমার ভাষায় এটা আমারই কথা আমার মতো করে। বেস কিছু দিন হল রাজকুমারীর সাথে কথা হয় না তারই বিরহে এ কথোপকথন নিজের সাথে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।