আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) রোজার ঈদটা গ্রামের বাড়ীতে করেছিলাম। বাড়ীতে সবাই আসলে ভালই লাগে।
সবাই বলতে ছোট কাকারা আসে মাগুরা থেকে আর মেঝো মামারা। কাকার তিন ছেলে, মামার দুই মেয়ে সাথে আরো দুই-চারটা পিচ্চিপাচ্চা জোগাড় হয়ে যায় আর সব আমাদের বাড়ীতেই থাকে। ফলে বাড়ীতে হৈহুল্লোড় বিরাজ করে। কোরবানীর ঈদটা ঢাকায়ই করা হবে। ইদের পর দিন নাকি মামীরা আসবে আমাদের বাসায়।
বোঝা যাচ্ছে মোটামুটি ভালই যাবে।
ছোট কাকার ছোট ছেলে ফাহিম। পিচ্চি বহুত ট্যাটনা। একদইন কাকী নাকি বলেন তুই স্কুলে না গেলে তো ম্যাডামরা তোরে মারবে। ও নাকি উত্তর দেয় (জন্মের পর থেকে মাগুরায় থাকায় সেখানকার ভাষায় কথা বলে) "ম্যাডামরা আমারে মারলি আমিও স্কুলে এটটা লাঠি নিয়ে যাবো শ্যাষে ম্যাডামের পাছায় দুইডে বারি দিয়ে চইলে আসপো আর স্কুলি যাবো না"
রোজার মাঝে একদিন ভাত খাচ্ছে আমি ওর একটা ছবি তুলেছি।
পাশ থেকে মেঝোটা (মাসুম) কানে কানে বলে যে আমি ওর ছবি তুলেছি। আমাকে ও সুন্দর করে জিজ্ঞেস করে "আপনি আমার ছবি তুলিছেন?" আমি বললাম হ্যা। ও একটু চুপ থেকে বলে আপনি এটটা চোর। অনুমতি না নিয়ে ছবি তুললাম বলে...
এই সেই ছবি যার জন্যে
চাঁদ রাতে তারাবাতি জালাচ্ছে
এবার আসি ছোট্ট মামাতো বোনের কথায় যে কিনা নতুন কথা বলা শিখেছে।
নাম তার সাদিয়া।
ওর বড়টা হলো হানিয়া। হানিয়া বসে বসে জিজ্ঞেস করে আর সাদিয়া উত্তর দেয়
হানিয়া: তোমার নাম কি?
সাদিয়া: তাদি...য়া
হানিয়া: তোমার আব্বুর নাম কি?
সাদিয়া: ইব্বাইম
হানিয়া: তোমার আম্মুর নাম কি?
সাদিয়া: থাম্মা
হানিয়া: তোমার দাদা ভাইর নাম কি?
সাদিয়া: চানাচুর
হানিয়া: তোমার দাদুর নাম কি?
সাদিয়া: দোকেয়া, কখনো তোকেয়াও শোনা যায়
হানিয়া: তোমার নানুর নাম কি?
সাদিয়া: উদুফা
চানাচুরে কাহিনী হলো আমার নানা ভাই মানে ওদের দাদর নাম হলো আনিসুর রহমান। ওকে যখন নামটা শেখানো হয় তখন বলা হয়েছে আনিসুর কিন্তু বলতে না পেরে বলেছে চানাচুর। এখন অবশ্য ঠিক ঠাক বলতে পারে।
হানিয়া আমার মোবাইল পেলেই ইচ্ছে মতন ছবি তোলে।
এবারও আমার মোবাইল পেয়ে দুবোন মিলে খেলেছে আর ইচ্ছে মতন ছবি তুলেছে। তার ই কিছু।
১। আমাদের সাদু এখন আপনাদের সামনে একটি গান পরিবেশন করবে
২। কেউ কথা বলবেন না, গান শুরু হয়ে গেছে
৩।
গান শেষ, গানটা সুন্দর না? হি হি
৪। গানতো হলো। এবার কি করা যায়....উমমম...
৫। পেয়েছি! এবার হবে নাচ
৬। এর পর কি করা যায়...উমমমমম...এবার আমাকে একটু রেস্ট নিতে হবে
সবাইকে ঈদের শুভেচ্ছা।
আমার বানানো কালো জাম খেয়ে যান। আজই বানিয়েছি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।