আমাদের কথা খুঁজে নিন

   

মাওলানা সাঈদী আমার মাকে হত্যা করেনি পাক সেনারা হত্যা করেছে

বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও দু'বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) সাক্ষী গণেশ চন্দ্র সাহা। পিরোজপুরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় আলোচিত শহীদ ভাগিরথীর ছেলে তিনি। প্রসিকিউশন তাকে সাক্ষী হিসেবে রাখলেও তিনি সাক্ষ্য দেননি। এর প্রেক্ষিতে প্রসিকিউশন আবেদন করলে গণেশ চন্দ্র সাহাসহ ১৫ জনের জবানবন্দী তাদের অনুপস্থিতিতে গ্রহণ করেছিলেন ট্রাইব্যুনাল। কিন্তু সেই গণেশ চন্দ্র সাহা প্রসিকিউশনের পক্ষে সাক্ষী না দিয়ে মাওলানা সাঈদী সাহেবের পক্ষে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে বলেছেন, তার মাকে ৫ পাকিস্তানী সেনা হত্যা করেছে।

মাওলানা সাঈদী তার মায়ের হত্যাকান্ডে জড়িত নয়। তার এই সাক্ষ্যের মধ্য দিয়ে ডিফেন্সপক্ষের সাক্ষ্য শেষ হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। যদিও আরো তিনজন সাক্ষী এখনো বাকি রয়ে গেছে। গত ২ সেপ্টেম্বর ডিফেন্সপক্ষের সাক্ষীদের সাফাই সাক্ষ্য শুরু হয়েছিল। গত ২০ মার্চ প্রসিকিউশনের পক্ষ থেকে ৪৬ জন সাক্ষীর বিষয়ে একটি আবেদন দিয়ে জানানো হয় তাদের পক্ষে এসব সাক্ষী হাজির করা আদৌ সম্ভব নয়।

এরপর ২৯ জুন ট্রাইব্যুনাল ৪৬ জন সাক্ষীর তালিকা থেকে ১৫ জনের জবানবন্দি তাদের অনুপস্থিতিতে গ্রহণ করে আদেশ প্রদান করেন। অনুপস্থিতি সাক্ষীদের মধ্যে গণেশ চন্দ্র সাহার নামও ছিল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।