আমাদের কথা খুঁজে নিন

   

বলির পাঠা

++ মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন শুধু একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। ++ দূরালাপনীঃ ৮৮০১৭১৬২০২০৯২ জন্মস্থানঃ আশুগঞ্জ, ব্রাহ্মানবাড়িয়া, বাংলাদেশ বর্তমান অবস্থানঃ মেঘনার পাড়, আশুগঞ্জ, ব্রাহ্মানবাড়িয়া। @আমা পাক-হানাদের হাত থেকে স্বাধীন হয়েও স্বাধীনতার জন্য যুদ্ধ করে চলেছে আজো হাজারো অশায় মানুষ তারা হায়েনার মত; সু-দর্শন যাদুকর। কথা সাহিত্যের রসালো কথায় মন্ত্র মুগ্ধ করে রক্ত চোষার মত চুষে নিচ্ছে আম-জনতার হিমোগ্লোবিন যুক্ত লাল রক্ত। একটা দিনের চব্বিশটা ঘন্টার মাঝে একটা ঘন্টাকে অবসর দিতে রাজি নয় তারা। প্রতিটা মুহুর্তকে কাজে লাগাতে চায়- আত্মসাৎ, খুন, দখল আর ধর্ষণের পসরা সাজানো দোকানী হয়ে। আগে আমরা ছিলাম বিদেশীদের উপনিবেশ; আর এখন আমরা দেশী নেতাদের হরির লুটের জায়গায় গনিমতের মাল। সান্তনা কি তাহলে আমাদের এটাই, যে আমরা আম-জনতা- এবার অন্তত স্বদেশী দাসের রাজার ত্রাসের রাজত্বের বলির পাঠা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.