আমাদের কথা খুঁজে নিন

   

‘আবার আসছে শোয়ার্জেনেগার টার্মিনেটর ৫’ নিয়ে

অ্যাকশননির্ভর সায়েন্স ফিকশন ছবি ‘টার্মিনেটর’ মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে। হলিউডের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত ওই ছবির নাম ভূমিকায় অভিনয় করেন আর্নল্ড শোয়ার্জেনেগার। ‘টার্মিনেটর’ সিরিজের প্রথম তিনটি ছবিতেই অভিনয় করেছেন শোয়ার্জেনেগার। কিন্তু ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করায় ২০০৯ সালে মুক্তি পাওয়া সিরিজের চতুর্থ ছবিতে অভিনয় করতে পারেননি তিনি। তবে ‘টার্মিনেটর ৫’ ছবিতে আবার তাঁকে দেখা যাবে বলেই জানিয়েছেন ৬৫ বছর বয়সী এ অভিনেতা। মার্কিন এই অভিনেতা বলেন, `আগামী এক বছরের মধ্যেই ছবিটি শুরু হতে পারে। এর জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছি।` প্রসঙ্গত, `টার্মিনেটর`-এর প্রথম তিনটি ছবি ছিল-টার্মিনেটর, টার্মিনেটর ২ : জাজমেন্ট ডে(১৯৯১), টার্মিনেটর ৩ : রাইজ অব দ্য মেশিনস(২০০৩)। আর ক্যালিফোর্নিয়ার গর্ভনরের দায়িত্ব পালন করায় সিরিজের চতুর্থ কিস্তি `টার্মিনেটর স্যালভেশন`-(২০০৯) এ তাকে দেখা যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.