মিজান রহমান শ্রেষ্ঠ তোমার হাত ধরে অংকিতা চেয়েছিলাম ঘুরতে তোমার দেশ, তুমি ছিলে ওপার বাংলা আমি বাংলাদেশ। ভিনদেশী আর ভিন্ন জাতী বলে ধরোনি হাত রাখনি কথা অথচ, হৃদয়ের গহীন কোনে লুকিয়ে ছিলে ব্যাথা। তোমার সাথের সেই মেয়েটা মনে আছে অংকিতা? চেয়েছিল হাত ধরতে হয়েছে পরাজিতা। চেয়েছিলাম তোমার এ হাত অন্য কারো নয়, তুমি চোখ বুঝে নয়তোবা খুলে বুঝেছিলে নিশ্চয়। তোমার বাড়ীর জামাই ষষ্টি তোমার বাড়ীর পুজো, অংকিতা, তুমি কি এখন অন্য কাউকে খুজো। শেষদিনে অংকিতা, তোমার চোখের জল আমার চোখের পানি, রেখেছিল কতো কাছে করেছিল আপন কতখানি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।