"যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। "
অনেকদিন আগে যখন গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন বাড়ান হল তখন গার্মেন্টস ব্যাবসায়ীদের দুঃখ দেখে আমার ব্যাবসার পার্টনার মতিন ভাই বলেছিলেন - যেই ব্যাবসা করে একটা মানুষকে মাসে ৩-৪ হাজার টাকা দেয়া যায় না, সেই ব্যাবসা করার মানে কি? গতকাল এবং গত কয়েক বছরে গার্মেন্টসে ঘটে যাওয়া প্রাণনাশের পর কেন যেন মনে হয় একটু ভেবে দেখার সময় এসেছে - জীবন দিয়ে বা জীবনের ঝুকি নিয়ে কিছু আমেরিকান আর ইউরোপিয়ানদের কাপড়-জামা সস্তায় বানানোটা কত জরুরী। অনেক টাকার শিল্প, কোন সন্দেহ নাই - কিন্তু যদি সামগ্রিক লাভ না হয়, জীবনটা জীবন না থাকে - কি লাভ এই শিল্প দিয়ে।
আজকে নিজে ব্যাবসা করতে যেয়ে মাঝে মাঝেই মনে হয় - আমরা এখনও ইংরেজ আমলের নীল চাষি রয়ে গেছি। আগে ওরা দেশটা শাসন করত আর নিজেরাই সব দেখভাল করত - এখন আউটসোর্স করছে।
আর আমরা তাতেই খুশি থাকছি। জাতিগতভাবে আমরা যদি মনে না করি যে আমাদের যোগ্যতা আছে ভাল কিছু করার তাহলে আমরা ভাল করব না, এটাই স্বাভাবিক। সুবিধাবাদি চরিত্রের কারনে আজকে ত্রিশ বছর ধরে আমরা সস্তা দর্জিই রয়ে গেছি। নিজে ফ্যাশন হাউজ হতে পারিনি। আর তাই আজকে দর্জিগিরি হয়ত জীবনের বিনিময়ে করতে হচ্ছে।
আমি খুব ছোট ব্যাবসায়ী - পরিবারেও আগে কেউ হয়ত ব্যাবসা করেনি। প্রতি মাসেই টাকার টানাটানি। আমার মুখে এত বড় কথা মানায় না হয়ত। ব্লগ - তাই বলে ফেললাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।