কবি নির্মলেন্দু গুণ এর ফেইসবুক পেষ্ট থেকে....
টেণ্ডুলকারের মনে হচ্ছে লজ্জা-শরম নাই। প্লিজ শচীন, দয়া করে খেলা থেকে তুমি রিটায়ার করো। তুমি আর পারছো না ব্যাট চালাতে। পৃথিবীর সব বোলাররাই তোমাকে একদিন সমীহ করতো, আর আজকাল পৃথিবীর যে কোনো বোলারকেই তুমি ভয় পাচ্ছো। কিসের আশায় তুমি তবু খেলে চলেছো বাছা? টাকা? তা বিশ্বাস করি না।
তবে কি ভাবছো, কোনো একদিন অলৌকিক যাদুবলে তুমি ফিরে পাবে তোমার হারানো ফর্ম? তা হয় না শচীন। নিজেকে আর অপমানিত করো না। প্লিজ রিটায়ার। প্লিজ।
আমি দুঃখিত শচীন, তোমাকে এমন কঠিন কথাগুলো আমাকে বলতে হলো বলে।
কবি নির্মলেন্দু গুণ তার ফেইসবুক এ দিছিলো..... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।