আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোর উদ্দেশ্য মুলক প্রতিবেদন ও আমার কিছু কথা

আমার বিচ্ছিন্ন ভাবনার চিন্তিত ব্লগে স্বাগতম আমি মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স এর কেউ না । আদার ব্যাপারীর জাহাজের খবর রাখা ঠিক না । কিন্তু আজ প্রথম আলোতে দিপু মণির বিদেশ ভ্রমনের লিড নিউজ টা দেখে মনে হল রিপোর্টটা উদ্দেশ্য প্রণোদিত । কারণ কি ধরণের মিটিং ছিল কোন জায়গায় কোন দেশের প্রতিমন্ত্রী গেসে আর কোন দেশে ফরেন সেক্রেটারি গেসে আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি করা উচিৎ আর কি করা উচিৎ না, কি করলে হতো আর কি না করলেও হত এটা নিয়ে লিড করার কি আছে বুঝলাম না । মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের প্ল্যান পরিকল্পনা কি সাংবাদিকদের সাথে কথা বলে করা হয়েছে? সে কি সরকারের টাকায় ব্যাক্তিগত সফর করসে কোথাও? আর সাবেক কূটনীতিক দের নাম প্রকাশে সাংবাদিক অনিচ্ছুক কেনো? এতো বড় লিড নিউজ করার সাহস রাখেন আর নাম প্রকাশের সাহস নাই? আচ্ছা সাংবাদিক মহাশয়, আপনার ক্ষ্যাপার কারণ কি বলেন তো? আপনি সফর সঙ্গী হওয়ার ট্রাই করসিলেন? আপনাকে নেয় নাই? নাকি কারো জন্য সুপারিশ করসিলেন? যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাত যে বিশ্বব্যাপী প্রচারণা চালাচ্ছে সে ব্যপারে কখনো পত্রিকায় বড় আকারে রিপোর্ট দেখলাম না । ট্রাইবুনাল বিরোধি ডকুমেন্টারি বানায়ে সেটার বাংলা, ইংলিশ ও আরবী তে সাবটাইটেল দিয়ে সারা বিশ্বে বিচারের বিরুদ্ধে জনমত সংগ্রহ করছে এটা নিয়ে ধারাবাহিক রিপোর্ট লিখতে পারেন না? আপনাদের নিয়মিত কলাম লেখক আসিফ নজরুল যে জামাতের বানানো এসব ডকুমেন্টারিতে তার বাণী দিয়ে যাচ্ছে যুদ্ধাপরাধীদের বাঁচাতে এটা চোখে পড়ে না? বুল শিট ইয়েলো জার্নালিজম......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.