আমাদের কথা খুঁজে নিন

   

ভদ্র পোলার অভদ্র চিঠি - ২

অতি বালছাল টাইপ লিখা । পড়ে ব্রেক্ত হলে লেখক ই একমাত্র দায়ি প্রিয় ভদ্র মাইয়া , আশা করি ভালই রহিয়াছ । আমি পূর্বের ন্যায় মানিক মিয়ার চিপায় রহিয়াছি । পরীক্ষা নামক গজব যে পৃথিবীতে দ্বিতীয় টা নাই , উহা হাড়ে হাড়ে - নাহ , কোষে কোষে টের পাইতেছি । পর সমাচার , তোমার ভাইয়ের নিকট থেকে শুনিলাম , " তোমরা এইবার ছাগল " - শুনিয়া ভালো ই লাগিল ।

গরুর হাটে যাইয়া গরু বনিবার চাহিতে খাসি হওয়া ই উত্তম । আজ বাদে কাল পরীক্ষা - কিন্তু দেখ - তোমার সাথে ঠিক ই অনলাইনে লাইন করিতেছি !! এতো পড়িয়া ই বা কি করিব , বল ?? - পরীক্ষায় প্রশ্ন আসিলে তাকাইয়া থাকা ছাড়া কিছু ই তো করিতে পারি না !! , তাকাইয়া থাকিবার কথা থাকিয়া মনে হইল , তোমার টেরা ভাইটার কি খবর ?? হালায় , মাইয়া গো দিক তাকাইতে তাকাইতে কেম্নে যে টেরা বনিয়া গেল - ভাবলেই মায়া লাগে । টিভি তে মাসাল্লাহ মাসাল্লাহ বলিয়া সাল্লু ভাইজান চিল্লাইতেছে - ক্যাটরিনা " ম্যাড আম " - তাহা গ্রাহ্য না করিয়া ই কোমর সহ তাবৎ শরীর বাঁকাইতেছেন । এই বাকানিতে মাসসাল্লাহ বলিবার কি হইল , তাহা ঠাহর করিতে পারিতেছি না !! বুঝিয়াছো , বাংলাদেশি মুভি - অথবা কোলকাতার কিছুকাল আগের মুভির " অন্তরঙ্গ " সিন দেখিলে খালি হাসি আসিয়া পরে , কেন , ব্যাপার টা খুলিয়াই বলি - " অন্তরঙ্গ মুহূর্ত - নায়ক নায়িকা চরম মুডে - কিছুখন পর পর জামা কাপড় উড়িরা উড়িরা পড়িতেছে !! যেন কহেকাফ নগরী থেকে আসিতেছে !! নায়ক হালার পো - নায়িকার ঘেটি মোবারকে সেইরকম দলাই মলাই শুরু করিয়া দিয়াছে !! নায়িকা হাস - মুরগি - সকল রকম " ফাস " করিতেছে - কিন্তু আপচুচ , নায়ক সমুন্দি ( বুরবাক কে শালা বলিব - নাকি সুমুন্দি - বুঝিয়া উঠিতে পারিতেছি না ) ওই গলা ই হাতড়ায় যাইতাছে !! না পারিতেছে হলিউড - মুভি এর মতন কিছু করিতে ( বুদ্ধিমান পাঠক বুঝে নিন !!! ) , ভাব খানা এই রকম - ঘেটিতেই উহারা সকল রস কস সিঙ্গারা লাভ করিয়াছে !!! কিছুক্ষণ পর হয় বৃষ্টি - অথবা টেবিলের উপরের গেলাসের পতন - এই রকম এক টান টান শ্বাস রুদ্ধকর মুহূর্তে ক্যামেরার বিমুখে বিচরণ, যথারীতি বুদ্ধিমান দর্শক দের বুদ্ধিমানই রাখিয়া দিবার ফন্দি !! রাস্তায় দেখিলাম , পোস্টার ই আসিয়াছে " আসল পুরুষ " - বিজ্ঞাপনের মতন !! নায়িকা ঠোঁট উঁচাইয়া রাখিয়াছে - চাহিবা মাত্র উহার বাহক কে " ফ্রেঞ্চ দেশিও ব্যাপার সেপার " - প্রদানে বাধ্য থাকিবে - কিন্তু হারামজাদা নায়ক এখন ও ঘেটি লইয়া পড়িয়া আছে !!! নাহ - মাইয়ারা আগায় যাইতাছে - নায়ক গুলা " পম ঘানা " - ই থাকিয়া গেলু !!! গানা থাকিয়া মনে পড়িলো , তোমার গানা ফিরত মামার কি খবর ?? শুনিতেছি - উহা রাস্তা ঘাটে পোলাপাইন গন কে গ্যাংনেম নামক নর্তন কুন্দন শিখাইতেছে - " গ্যাং " - যুক্ত অন্য শব্দের ধারণা থাকিলে ও ( ) , " নেম " - টা জানা হইয়া উঠে নাই - আশা করি শিখিয়া ফালাইবো । পরীক্ষায় কমন আসিলে " কার নাম স্টার " কইয়া লাফাইলে স্যার গনের সুনজরে ও আসিতে পারিব ।

বুঝিয়াছ , আজ কাল রাস্তায় " শখ - সারিকা - মীম " - এর জন্য বাহির হওয়া যাইতেছে না !!! সেই দিন এক দোকানের উপরে তাকাইয়া দেখি " মীম আফায় কহেকাফ নগরীর লুক মারিয়া সাদা পানি গিলিতেছে " - পানি ও যে এই ভাবে গিলিতে হয় , উহা তখন ই শিখিলাম - যেরুপ শিখিয়াছি - সেরা নেটওয়ার্ক হইলে ভলিবল মাঠে " ক্রিকেট সহ তাবৎ খেলা ধুলা করিতে হয় !!! - বিশেষ বিশেষ কোম্পানির বেলুন না কিনিলে " আসল প্রুস ( পুরুষ নয় - প্রুস !!! ) " - ই হওয়া যায় না , আরও কত্ত কি !!! সম্প্রতি গুগলের নল ( পড়িবে - ইউটিউব ) বাংলাদেশ সরকার বন্ধ করিয়া দিয়াছে । শুনিয়া ভালই লাগিল - বাংলাদেশের মানুষের কষ্ট সরকার না বুঝিলে কে বুঝিবে?? মোবাইলের " চিতাবাঘ " - তুল্য গতিতে ফেসবুক ই লোড হইয়া উঠে না - ইউটিউব এ ঢুকিয়া কি বাল্কেশীও কম্ম করিবে !! বাল্কেসিও কম্ম থাকিয়া মনে হইল - তোমার বাপ জানের বাণিজ্য কিরুপ চলিতেছে ?? নাহ , আজিকে মাথায় আর কিছু ই খেলিতেছে না - খেলার কথা থাকিয়া মনে হইল - তোমার ভাই - ভাবির হানিমুন কিরুপ হইল ??!!! আজ ৮০ , কুরবানি দাও খাসি , পত্র প্রদান করিয়ো - আগের পত্রের ও তো জবাব দিলে না - কাজ টা বড় ই অন্যায় করিলে । ইতি , ভদ্র পোলা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।