দ্রোহের আগুনে উঠুক জ্বলে আমজনতার ফজলী আমেও লাগলো টানাটানি জামদানী আর নকশী কাঁথা মোদের বলেই জানি। চালের বাজার অনেক চড়া তরকারীটাও তাই পেটেন্ট নিয়ে মাথা মোরা ঘামাই না তাই ভাই। ইলিশ মাছের ৩০ কাঁটার কার কপালে জোটে? সবই দেখ প্যাকেট ভরে পাশের দেশে ছোটে। এরপরও কি আশার কথা শুনতে মোরা চাই? দুদিন পরে দেখবে বনে একটা বাঘও নাই। সুটকেসেতে পাসপোর্ট ভরে দেশান্তরি মামা আর যা আছে সেসব এখন পাচার হওয়া থামা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।