আমার জীবন ও যৌবনের তিক্ত অভিজ্ঞতায় কষ্টে রাত জেগে শব্দের কারিগর, লিখে চলি কবিতার পাণ্ডলিপি. বিনিময়ে জোটেনি ক বেলার ভাত একটি লাল গামছা অথবা সোহাগী প্রিয়ার সামান্য প্রসাধনী. নিজের ঘরেই জ্বলে অভাবের আগুন. নুন আনতে পান্তা ফুরায় প্রতিদিনের সংসারে. বায়ান্নের ভা
নারী আর শিশু পাচার
মোঃ আব্দুর রহিম বিন আরফান
মহা ব্যবিচার
নারী আর শিশু পাচার
আজ দেখি তা প্রচলিত
আমার আঁখি হয় সিক্ত,
কেন নাও এই ভুল সিদ্ধান্ত
নারী-শিশু ফুলের মত
পবিত্র নয়, পুত পবিত্র।
মনে করে দেখ তুমিও
একদা শিশু ছিলে,
এই ভেবে কেন হয় না
দয়া তোমার দিলে।
নারীতো মায়ের উপমা
এ জগত সংসারে,
তবুও কেন সামান্য মোহে
পাচার কর অন্যের তরে।
চল ভাই বোন হই তাদের আপন
ধ্বংশ করি ব্যবিচার,
বাংলার বুকে আর দেবনা
হতে নারী-শিশু পাচার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।