আমাদের কথা খুঁজে নিন

   

ঘোলা জলে

ঘোলা জলে মাছ শিকার বোধ হয় দারুণ মজার ব্যাপার। কিন্তু কেউ নিজে স্বীকার করবে না সে এই কাজ করেছে। আর রাজনৈতিক দল হলে তো কথাই নেই। এসব নিয়ে আরও জল ঘোলা করছেন নূর সিদ্দিকী

বাবা, মা বলেছে তুমি নাকি ঘোলা জলে মাছ শিকার করেছ?

জি না, তোমার মাকে বলো ইলিশগুলো পদ্মার, তাই বেশি টাকায় কিনে এনেছি, আমরা জেলে বংশের না যে শিকার করব!

আচ্ছা, তুমি যে বাবার সামনে যাচ্ছ না, আর কতকাল অপেক্ষায় থাকবে ভয়ে। জল আর কত ঘোলা করবে?

জল ঘোলা বলেই তো যাচ্ছি না, জলটা পরিষ্কার হলেই যাব, এটা হতে হতে ভয়ও কেটে যাবে আশা করি জাদুপাখি।

কী, এক হালি ইলিশ চার হাজার টাকা! বৈশাখের ঘোলা জলে দাম বাড়ায়া নিচ্ছ?

বৈশাখ মাসে গাঙে-খালে কি পানি থাকে যে ঘোলা কইরা দাম বাড়ামু, এইগুলা ইম্পোর্টের মাছ, তাই দাম বেশি।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।