আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্টামি, ইভটিজিং নাকি আপছা যৌনতার প্রকাশ।

সম্প্রতিক সকল স্থানে "দুষ্টামি, ইভটিজিং নাকি আপছা যৌনতার প্রকাশ" এ বিষয়টি আপনি বুঝতে পারবেননা মনে হয়। কারন আপনি নিজেও এরি মধ্যে অথবা আপনি কিছুই বলতে পারেননা এমন বেক্তি। আমি, আমরা এবিং আপনিঃ আপনার নিজের কাছে প্রশ্ন করুণ যে আপনি কে? কি কাজ ? যা করছেন, তা কেন করছেন ? কি করা দরকার এবং কি হচ্ছে? পাচ্ছেনা মনে হয়। না পাবারি কথা। করন আমরা খুজিনা ও বুঝিনা আবার বোঝারও চেষ্টা করিনা।

আমার, আপনার মেয়ে বা বোনঃ কি করছে তারা? পরা, ক্লাস, কোচিং করতে গিয়ে তারা কি এতে নিয়মিত? নাকি অন্য কিছুতে বাস্ত? তা কি আমরা খোঁজনেই? নাকি শুধু তাদের কথাকে ও তাদের লেখা পড়াকে বেশি গুরুত্ব দিচ্ছি? এ কথা বা প্রশ্ন সকলের মনে জাগেকি? আমাদের মেয়ে বা বোনরা যা করছে আজ, কাল এবং আগামি দিন এখনি খোঁজ নিয়ে দেখুন কথায় আছে তারা? ৪৫% পাবেন সঠিক বা কাঙ্ক্ষিত স্থানে আর ৫৫% কে পাবেন অন্যত্র যে কোন কাজে। বিশ্বাস না হলে পরীক্ষা করুণ................................. এ কথা গুল খারাপ লাগা স্বাভাবিক কারন আমাদের রক্তকে অবিশ্বাস করতে হবে এমন কেউ ভাবেনা। আমিও না........................। । "দুষ্টামি, ইভটিজিং নাকি আপছা যৌনতার প্রকাশ" এ কথা বলার কারন আজ ঠিক ১ টা ১৭ মিনিটে কাদেরিয়াবাদ হাউজিং, কাটাসুর থেকে আসার সময় আমি লক্ষ করলাম আমার দুই বন্ধু দারিয়ে ধূমপান করছিলো।

এমন সময় এক বান্ধবী রাস্তা থেকে বাসার দিকে যাচ্ছে। তখন ঐ দুই বন্ধুর এক বন্ধু ঐ বান্ধবীকে খুব খারাপ ভাবে একটি কটূক্তি করলো। এবং ঐ বান্ধবী কোন কিছু না বলে মুচকি হেঁসে চলে গেলো। কিন্তু কেন? আমি জানি ওরা দুজন দুজনকে পছন্দ করে। তাই এখানে কোন প্রতীবাদ হয়নি।

এটিকে আমি বলি আপছা যৌনতার প্রকাশ, আপনি কি বলবেন? অন্যদিকে এখানে যদি পছন্দের বেক্তি না থেকে অন্য কোন ছেলে থাকত তখন এ বিষয়টি অবশ্যই ইভটিজিং হত। তাই নয় কি? আবার খেয়াল করে দেখবেন আপনারই আশেপাশে - অনেক ছেলে মেয়ে এক কোচিং এ পড়ে তাদের মধ্যে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হয় তা কখনো বেদবি কখনো শয়তানি আবার কখনো দুষ্টামিতে প্রকাশ করে। আপনি চিন্তা করে দেখুন ঐ বিষয়টি আপনি আপনার স্ত্রীর সাথে বলেন কিনা? তা হলে কি করনীয়ঃ আপনার বোন বা মেয়ের জন্য আপনি আপনার ফিলসফি ব্যাবহার করবেন অবশ্যই তার মন মস্তিষ্ক আপনি ভালো বুঝেন আর আমার বোন বা মেয়ের তার মন মস্তিষ্ক আপনি ভালো বুঝি। তাই আপনি তার ভবিষ্যৎ ও বর্তমান চিন্তা করুণ আমি আমারটা করি। তবে একটা কথা মাথায় রেখে কাজ করবেন অবশ্যই তা জেন আপনার মেয়ে ও আপনার জন্য কল্যাণ বয়ে আনে।

অকল্যাণ নয়। তাই গণতান্ত্রিক চিন্তায় ব্যবস্থা গ্রহন করুণ। । । ।

আমি কাউকে উদ্দেশ্য করে কথা গুলি লেখিনি, লেখেছি সমাজ ও আমাদের পরিবারের সদস্যদের অবস্থা সকলকে বুঝানর জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.