আমি হলমার্ক গ্রুপের তানভিরের জামিন দাবী করছি।
বাংলাদেশের ইতিহাসে সব চেয়ে বড় অর্থ কেলেন্কারির নায়ক তানভীর মাহমুদ র্যাব- পুলিশের হাতে আটক হয়ে এখন জেলে। তার রিমান্ড চলছে। ইতোমধ্যে তার স্ত্রী জেসমিন ইসলামকেও আটক করা হয়। আজ তারও ৫ দিনের রিমান্ড মন্জুর হয়।
বাংলাদেশের ইতিহাসে আরেকটি বড় অর্থ কেলেন্কারি ঘটায় ডেস্টিনি গ্রুপ। এই গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ডেসটিনির নামে কোটি কোটি টাকা সংগ্রহ করে তা আত্মসাত্ ও পাচারের। গতকাল হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দিয়েছে। রায়ে হারুন অর রশীদের সামাজিক মর্যাদার কথাও বলা হয়েছে।
আমি ব্যক্তিগত ভাবে আইনের মার প্যাচ বুঝিনা। তবে যত টুকু জানি আমাদের সংবিধান অনুযায়ী আইন সবার জন্য সমান।
যদি আইন সবার জন্য সমান হয়ে থাকে তবে তানভীর মাহমুদ কেনো জামিন পাবেনা তা আমি জানতে চাই।
আমার প্রশ্ন শুধু তানভীর মাহমুদ না যত জন আসামী চুরি-চামারির দায়ে জেলে আটক আছেন তাদের সবাইকে জামিন দিতে হবে। এটা এখন আদালত দ্বারা স্বীকৃত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।